লিটন পাঠান, হবিগঞ্জ জেলা প্রতিনিধি।। হবিগঞ্জের মাধবপুরে ১৪৭ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ মাদকপাচারের কাজে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটি জব্দ করেছে আটককৃতরা হল মৌলভীবাজারের বর্ষীজোড়া গ্রামের তাজুল ইসলামের পুত্র তানভীর মিয়া (২৮) মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের নিজনগর গ্রামের আব্বাস আলীর ছেলে সোহাগ মিয়া (১৯) পুলিশ সূত্রে জানা যায় সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে।
কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উত্তম কুমার দাশ এর নেতৃত্বে এএসআই গোলাম মোস্তফাসহ পুলিশের একটি দল চেঙ্গারবাজার-মাধবপুর সড়কের তিনগাওঁ নামকস্থানে সিএনজি অটোরিক্সা তল্লাশি করে ১৪৭ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ উল্লেখিত দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। মাধবপুর থানার ওসি আঃ রাজ্জাক বলেন আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হচ্ছে।
আপনার মন্তব্য লিখুন