লিটন পাঠান, হবিগঞ্জ প্রতিনিধি | হবিগঞ্জের মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নের মাহমুদপুর গ্রামে স্বামীর হাতে পারভীন আক্তার (৩৫) নামের সৌদি প্রবাসী স্ত্রী খুন হয়েছে। তবে ঘটনার পর থেকে ঘাতক স্বামী তকদির হোসেন পালিয়ে গেছে ৭ জুলাই বুধবার রাতে নিজ বসত ঘরে সে খুন হয় জানা যায় পারভীন নামের ওই নারী প্রায় দেড়মাস মাস আগে ছুটিতে দেশে আসেন বিদেশ থাকা নিয়ে স্বামীর সাথে প্রায়ই পারভীনের ঝগড়া হত পূনরায় বিদেশ যাওয়া নিয়া রাতে কথা-কাটাকাটির জের ধরে বসত ঘরে স্বামী তকদির স্ত্রী পারভীনকে দা দিয়া এলোপাথারি আঘাত করে পালিয়ে যায়।
স্বজনরা আহত পারভীনকে উদ্ধার করে মাধবপুর উপজেলা হাসপাতালে নিয়া এলে ডাক্তার মৃত ঘোষণা করেন নিহত পারভীন স্বামীসহ পিতার বাড়িতে থাকত তকদীর হোসেন (৩৮) বি-বাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চান্দেরপাড় গ্রামের রেনু মিয়ার পুত্র মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক নিহতের সত্যতা নিশ্চিত করেন।