মাদক মামলার আসামির কারামুক্তিতে আদালতের ক্ষোভ
জামিন স্থগিতের বিষয়টি জানানোর পরও মাদক মামলার আসামি সফিউল্লাহ আল মুনীরকে কারামুক্ত করার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন আদালত। একই সঙ্গে তাকে গ্রেফতারে নির্দেশ দিয়েছেন আদালত।
রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে বিচারক সত্যব্রত সাহা এ আদেশ দেন। মাদক মামলার আসামিকে তড়িঘড়ি করে কারামুক্ত করার ঘটনায় কারাকর্তৃপক্ষের গাফিলতি আছে কিনা তাও খতিয়ে দেখার তাগিদ দিয়েছে আদালত।
রাজধানীর গুলশানের হর্স এন্ড হর্স রেস্টুরেন্টে বিপুল পরিমাণ মাদক উদ্ধারের মামলায় গত ৮ নভেম্বর জামিন পান সফিউল্লাহ মুনির। ১২ নভেম্বর তার জামিন আদেশ স্থগিত করেন মহানগর দায়রা জজ আদালত। জামিন স্থগিতের বিষয়টি কারাকর্তৃপক্ষকে ফোনে এবং ইমেলে জানানো হয়। এরপরও ঐ দিন সন্ধ্যায় তাকে মুক্তি দেয় ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সেলিম আশরাফ চৌধুরী বলেন, ‘আদালত এটা বলেছেন যে, এত বড় একটা মাদক মামলায় আসামি কিভাবে মুক্তি পেল। সফিউল্লাহ আল মুনীর মাদক মামলা ছাড়াও তার বিরুদ্ধে একাধিক প্রতারণা, চেক জালিয়াতি আরও অন্যান্য মামলা আছে।’