মাতৃভাষা
হিফজুর রহমান লস্কর
কত শত ভাষা আছে
এই পৃথিবীর পরে,
মাতৃভাষার মূল্য থাকে
সব ভাষার উপরে।
নিজের কাছে নিজের ভাষা
মাতৃ সমতুল
তবে কেন পরের ভাষায়
মাথায় গণ্ডগোল।
যে যার ভাষায় কথা বলুক
মায়ের ভাষায় সুখ।
অন্য ভাষা চাপিয়ে দিলে
মনে লাগে দুখ।
যে যার ভাষায় কথা বলুক
মাতৃভাষা চাই
সবার কাছে নিজের ভাষা
সর্বশ্রেষ্ঠ তাই।
জন্ম যে মায়ের গর্ভে
তার ভাষাটাই আগে
শুনেই শিশু শিখে ফেলে
অতি সহজ লাগে।
বাংলা আমার মাতৃভাষা
বাংলা আমার প্রাণ
তাইতো আমি শপথ করি
রাখি বাংলার মান।