মাতৃভাষা
রুনা মুখার্জী
কথা বলে লাগে সুখ মায়ের ভাষায়-
বাংলায় প্রথম ডাকি মা নাম’টা ধরে-
মা দেখায় ওটা বাবা ডাকো বাবা করে
হৃদয়ে রাখ’ব যত্নে এটার আশায়।
বাংলাতে কবিতাদের প্রাণ দেন কবি
মন’টাকে ছুঁয়ে দিয়ে গেয়ে যান গান
সেগুলোই হয়ে আছে বাঙালির প্রাণ
সবার হৃদয়ে আঁকা কবিদের ছবি।
বাংলা ভাষা মাতৃভাষা ভেবে লাগে সুখ
বলার সাথী না পেলে মনে লাগে দুখ।
মানুষের মিথ্যাচারে ভাষা লজ্জা পায়
পুঁথিগত বিদ্যাগুলো মূল বিদ্যা নয়
অমানুষ হয়ে তারা মাথা তুলে যায়
অপাত্রে পড়লে ভাষার অমর্যাদা হয়।
আপনার মন্তব্য লিখুন