মাটির গড়া দেহ
শংকরী সাহা
বহু সাধের পরাণ খানা থাকে খাঁচায় ভরে,
সময় হলে প্রভু ডাকলে যেতে হবে যে সরে,
গায়ের জোরে চলতে থাকি ভবে আসার পরে,
লোভের বশে কতো ভুলের চলেছি কাজ করে।
মাটির দেহে ছয়টি রিপু বসত করে ভাই,
রিপুর ফাঁদে পড়লে পরে বাঁচার পথ নাই,
ভবের খেলা সাঙ্গ হলে আসবে নাতো ফিরে,
মাটির দেহ থাকবে পরে দেখবে সবে ঘিরে।
নয়টি ছেঁদা দেহের মাঝে প্রভু করছে দান,
খুঁটির পরে রাখছে খাড়া দেহের মাঝে প্রাণ,
দুই নয়নে দেখছি ছবি নাকের মাঝে ঘ্রাণ,
শুনতে পারি সকল কিছু প্রভুর দেয়া কান।
মাটির গড়া শরীর খানা সতেজ রাখা চাই,
প্রভুর কাছে প্রার্থনা করে সুখের ছোঁয়া পাই,
ভাবছি নাতো আমরা আজও যখন যাবো মরে,
যেতেই হবে ভুবন ছেড়ে খাঁচা থাকবে পড়ে।
দেহ খাঁচায় বসত করে একটি প্রাণ পাখি,
প্রাণ পাখিটা পালিয়ে গেলে বুজবে দুটি আঁখি,
কতো রঙ্গ করে মানুষ সুখেই আছে বেশ,
রবের দেয়া পরাণখানি চিতায় হবে শেষ।