হাবিবুর রহমান,স্টাফ রিপোর্টার।। উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্নস্থানে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। হিমেল হাওয়ার প্রভাবে কনকনে ঠান্ডায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। শীত থেকে রক্ষা পেতে রাস্তার পাশেই খরকুটো জ্বালান অনেকে।
দিনাজপুর: ঘন কুয়াশায় ঢাকা পড়ে আছে চারদিক। ট্রেনসহ বিভিন্ন যানবাহন চলাচলেও বিঘ্ন ঘটেছে। হাড় কাপানো ঠান্ডায় সবচেয়ে বিপাকে খেটে খাওয়া মানুষ।
ঠাকুরগাঁও: কনকনে ঠান্ডা উপেক্ষা করে ঠাকুরগাঁওয়ে জীবিকার তাগিদে বের হন নানা শ্রেণিপেশার মানুষ। শীত থেকে বাঁচতে রাস্তার পাশেই খরকুটো জ্বালান অনেকে।
পঞ্চগড়: কুয়াশার চাদের ঢাকা উত্তরের জেলা পঞ্চগড়ের পথঘাট। প্রচণ্ড ঠান্ডায় মানুষের পাশপাশি কষ্টে আছে গবাদি পশু।
এছাড়া রংপুরে শীতের কারণে হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীদের ভিড়। আক্রান্তদের মধ্যে বেশিরভাগই শিশু।