খাজা রাশেদ,লালমনিরহাট::আজ (সোমবার) ১৬ ডিসেম্বর। ৫৪ তম মহান বিজয় দিবস। বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার দিন।
৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে ১৯৭১ সালের এই দিনে বাঙালি জাতি স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত বিজয় অর্জন করেছিল। সারাদেশের ন্যায়
যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২৪ উদযাপনের লক্ষ্যে লালমনিরহাট জেলা প্রসাশন সহ সরকারি-আধাসরকারি প্রতিষ্ঠান,বিভিন্ন সংগঠন, রাজনৈতিক দল ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে মহান মুক্তিযুদ্ধে নিহত বীর শহিদের সৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
এদিন সকাল ৯ টায় জেলা প্রেসক্লাব লালমনিরহাট এর পক্ষ থেকে জেলা মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে শহিদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন জেলা প্রেসক্লাব লালমনিরহাটের সভাপতি এস বাবু রায়,সাধারণ সম্পাদক রুহুল আমিন বাবু,কার্যকরী সদস্য মফিজুর রহমান জিএস বাবু,দপ্তর ও অর্থ বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা,সদস্য মাহাবুব আলম প্রমূখ।