ঢাকাশনিবার , ১৫ জুলাই ২০২৩
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

মসজিদ কমিটি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় আহত মুক্তিযোদ্ধা

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
জুলাই ১৫, ২০২৩ ৯:২০ অপরাহ্ণ
Link Copied!

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মুক্তিযোদ্ধা সোহেল মিয়া (৭০) নামের এক বীর মুক্তিযোদ্ধা আহতের ঘটনা ঘটেছে। আহত মুক্তিযোদ্ধা বর্তমানে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

শুক্রবার (১৪ জুলাই) উপজেলার জালালপুর ইউনিয়নের উওর চরপুক্ষিয়া এলাকায় এই ঘটনটি ঘটে।এ ঘটনায় ওইদিন রাতেই আহত মুক্তিযোদ্ধা কটিয়াদী মডেল থানায় শামসুল আলম খা (৫৫) কে প্রধান অভিযুক্ত করে মোট ৬ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, আগের জুমার বয়ানের সময় মসজিদে ইমাম সুদ খাওয়া সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেন। এ নিয়ে একই এলাকার শামসুল আল খা (৫৫) এই আলোচনার প্রতিবাদ করেন। পূর্বের ঘটনা নিয়ে শুক্রবার সালিসি দরবার হয়। এতে মুক্তিযুদ্ধা সোহেল ইমামের বক্তব্য সমর্থন করে পক্ষ নেন ৷ এছাড়াও কমিটি গঠন নিয়ে উভয়ের মধ্যে মতের অমিল ছিল বলে জানা গেছে।

এদিকে, নামাজ শেষে বাড়িতে যাওয়ার পথে প্রতিপক্ষ শামসুল আলম খার নির্দেশে মহিলাসহ আরো কয়েকজন আচমকা মুক্তিযোদ্ধা সোহেলের ওপর চড়াও হয়ে হামলা চালান। এতে তিনি মাথায় আঘাত পেয়েছেন বলে অভিযোগে উল্লেখ করেন।

আহত অবস্থায় বীর মুক্তিযোদ্ধা সোহেল বলেন, মসজিদ কমিটি নিয়ে ও ইমামের বক্তব্য সমর্থন করায় আচমকা আমার উপরে হামলা করা হয়েছে আলমের নেতৃত্বে৷ এ ঘটনায় আমি সুষ্ঠু বিচার চাই৷

হামলার বিষয়টি অস্বীকার করে অভিযুক্ত শামসুল আলম বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। মসজিদের কমিটি নিয়ে মতের অমিল আছে সত্য ৷ মসজিদে আমার শরিলে ধাক্কা দিয়েছে শুনে আমার পরিবারের লোকজন জানতে চেয়েছিলো ৷ উল্টো সোহেল তাদের সাথে খারাপ আচরণ করে। এ নিয়ে কথা-কাটাকাটি হয়েছে৷

এ বিষয়ে কটিয়াদী মডেল থানার এসআই সোহরাব হোসেন বলেন, মুক্তিযুদ্ধার ওপর হামলার বিষয়ে অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত চলছে।

আপনার মন্তব্য লিখুন