ঢাকাসোমবার , ৪ সেপ্টেম্বর ২০২৩
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

মসজিদে বিয়ের অনুষ্ঠান, ডিজে গানের তালে উদ্দাম নাচ

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
সেপ্টেম্বর ৪, ২০২৩ ২:৩৬ অপরাহ্ণ
Link Copied!

প্রতিদিনের বাংলাদেশ:: মসজিদে আয়োজন করা হয়েছিল একটি বিয়ের অনুষ্ঠানে। সেখানে চলেছে গান, ডিজে গানের তালে হয়েছে উদ্দাম নাচ। এমন ঘটনা ঘটেছে মিসরে। যা নিয়ে দেশটির সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা চলছে। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এমন বিতর্কিত ঘটনাটি ঘটেছে মিসরের ঐতিহাসিক মোহাম্মাদ আলি মসজিদে। এটি দেশটির সালাহ আল দিন দুর্গের কাছে অবস্থিত।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, মসজিদে ডিজে গানের তালে নাচ হচ্ছে। কিছু নারী মাথায় কাপড় না দিয়েই মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ব্যবহারকারী এটিকে ধর্মকে অসম্মান করা হয়েছে বলে আখ্যা দিয়েছে। তাঁরা বলছে, মসজিদ প্রার্থনার জায়গা। সেখানে গান বা নাচ করা উচিত নয়।

এ ঘটনায় আয়োজকদের বিরুদ্ধে মামলা করারও দাবি জানিয়েছেন অনেক। এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কারও বক্তব্য পাওয়া যায়নি।

মোহাম্মাদ আলি মসজিদ মিসরের একটি ঐতিহাসিক স্থাপনা। তুরস্কের সুলতান আহমেদ মসজিদের আদলে এটি ১৬১৬ সালে নির্মিত হয়।

আপনার মন্তব্য লিখুন