মন্দ কাজে পাপ
সুদত্ত রঞ্জন বড়ুয়া
বুঝতে যদি মনের কথা-
চাঁদ পেতাম হাতে,
সব কিছুই বুঝতে তুমি-
সুখ থাকতো সাথে।
কষ্ট যেন জীবন সাথী
সব সময়ে থাকে,
কতো আপন জানে আমাকে
বুকে জড়িয়ে রাখে।
দিলে না সুখ হলে না সুখী
যোগ বিয়োগ করো,
শান্তি সুখ পেতে চাইলে
বিনয়ী পথ ধরো।
দহন তাপে জ্বালালে মোরে
কুফল তুমি পাবে,
কর্মে তুমি করলে ভালো
সুফল সাথে যাবে।
বিবেক দিয়ে চিন্তা করো
কোন কাজটা ভালো,
পরের হীত করলে তুমি
দেখবে চোখে আলো।
ভালো কাজের ফলও ভালো
মন্দ কাজে পাপ,
অভিশাপের কাজ করলে
বাড়বে অনুতাপ!
আরো পড়ুনঃ https://www.protidiner-bd.com/বই-পড়া/
আরো পড়ুনঃ https://www.protidiner-bd.com/মনের-কালি/
[caption id="attachment_6019" align="alignnone" width="300"] লেখক -সুদত্ত রঞ্জন বড়ুয়া[/caption]