ঢাকাশুক্রবার , ১১ আগস্ট ২০২৩
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

মগবাজার ফ্লাইওভারে গোপন সুড়ঙ্গ, তিন নারীসহ আটক ৪

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
আগস্ট ১১, ২০২৩ ২:৪০ অপরাহ্ণ
Link Copied!

তাহমিনা আক্তার,ঢাকা: রাজধানীর হাতিরঝিল থানার মগবাজার ফ্লাইওভারে রহস্যজনক সুড়ঙ্গ দেখা গেছে। সেখান থেকে তিন নারীসহ চারজনকে আটক করেছে পুলিশ। এ সময় পালাতে গিয়ে আকবর (১৯) নামে এক যুবক আহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকেল ৩টার দিকে ফ্লাইওভারে অভিযান চালায় পুলিশ। এর আগে গতকাল রাতে এই ছিনতাই চক্রের এক নারী সদস্যকে আটক করেছিল পুলিশ।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ফ্লাইওভারের নিচের খালি জায়গাকে ছিনতাইকারীরা গোপন আস্তানা হিসেবে ব্যবহার করে আসছে, এই জায়গাটি একটা সুড়ঙ্গের মতো। ছিনাতাইয়ের পর এখানে তারা লুকিয়ে থাকে, আর ফ্লাইওভারের নিচ দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়।

এই ঘটনায় চারজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আওলাদ হোসেন সংবাদমাধ্যমকে বলেন, মগবাজার ফ্লাইওভারে বিশেষ কায়দায় সুড়ঙ্গ (গোপন আস্তানা) তৈরি করে ছিনতাই করত একটি চক্র। গতকাল রাতে সেখান থেকে এক নারীকে আটক করা হয়। এরপর আজ বিকেল ৩টার দিকে আবারও অভিযান পরিচালনা করে সেখান থেকে দুই নারীকে আটক করা হয় এবং আকবর নামে এক যুবক ফ্লাইওভার থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হন।

আহত ওই যুবকের ঢাকা মেডিকেলে চিকিৎসা চলছে। তাকেও আটক দেখানো হয়েছে। আমাদের অভিযান চলমান আছে। পরে আরও বিস্তারিত জানানো হবে। আহত যুবক আকবর ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছেন। তিনি সংবাদমাধ্যমের কাছে স্বীকার করে বলেন, আমরা ওই সুড়ঙ্গে বসে মাদক সেবন করি এবং ছিনতাই করার পর সেখানে লুকিয়ে থাকি। আমার সঙ্গে আজ তিন নারী ছিলেন। তাদের নাম নাসরিন, রানী ও শেফালী।

পুলিশের একটি সূত্রে জানা যায়, মগবাজার ফ্লাইওভারে ছিনতাই করে তারা নিরাপদে ওই সুড়ঙ্গ দিয়ে পালিয়ে যেত। গতকাল রাতে এক ব্যক্তিকে ছিনতাইকারীরা ওই সুড়ঙ্গে নিয়ে যায়। পরে পুলিশ তাকে সেখান থেকে উদ্ধার করে। এ ঘটনায় সাধারণ মানুষের পাশাপাশি পুলিশের মধ্যেই বেশ চাঞ্চল্য তৈরি হয়েছে। এই চক্রে আর কারা জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ।

আপনার মন্তব্য লিখুন