ভুল ভাঙবে কখন
আব্দুল মুহিত
লক্ষ্মীসোনা রাগ করেছে
কয়না কথা আজ,
ডুব দিয়েছে রূপসাগরে
ভুলে সকল কাজ।
আমিতো আজ বসে আছি
তারই কথা ভেবে,
মানঅভিমান ভুলে কি সে
কাছে টেনে নেবে।
গাল ফুলিয়ে থাকবে বসে
সেই ছোট্ট নীড়ে,
জাগবো আমি গাঁথবো স্মৃতি
গল্পকথার ভিড়ে।
লক্ষ্মীরে তোর জন্য এ'রাত
করে দিলাম ভোর,
সব দ্বন্দ্বদ্বিধা ভুলে কখন
ভাঙবে ঘুমের ঘোর !