ভালোবাসা
অরিদুল্লাহ্
বেঁচে থেকে যদি কেউ মৃত্যু পেতে চায়
একবার ভালোবেসে তারে দিও মন,
বেদনা দুখের জ্বালা নিজেকে পোড়ায়
মনে হবে বেঁচে থাকা নয় প্রয়োজন।
দুনিয়ার যাতনারা দিয়ে যাবে চাপ
চারিদিকে হারানোর বেদনা অঢেল,
ঋজু মনে জমা হবে আছে যত পাপ
চুপচাপ সাঁজা দেয় প্রেমিকার জেল।
রমণী এমন কেন চাই চোখ বারি
কেড়ে নেয় জীবনের যত ছিল সুখ
এক হাত ধরে রেখে আরো চাই ধরি
জীবনে বিষিয়ে যাক প্রেমিকার দুখ।
প্রকৃত প্রেমের লাগি কত ঝরে প্রাণ
এই যুগে ভালোবাসা টাকার সমান।