ভারতের আসাম রাজ্যে ৬০০ এর অধিক মাদ্রাসা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। বিধানসভার শীতকালীন অধিবেশনেই এ ব্যাপারে বিল পেশ করা হবে বলে জানা গেছে। এর আগে গত রবিবার রাজ্য মন্ত্রিসভায় এ সংক্রান্ত প্রস্তাব পাশ করা হয়।
বিসয়টি নিশ্চত করে আসামের সংসদ বিষয়ক মন্ত্রী চন্দ্র মোহন পাটওয়ারি ভারতীয় গণমাধ্য দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানায়, রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশনে এ সংক্রান্ত একটি বিল পেশ করা হবে। মাদ্রাসা ও সংস্কৃত টোল সম্পর্কিত বিদ্যমান আইন বাতিল করা হবে।
রাজ্যের শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আগেই জানিয়েছিলেন, আসামের প্রায় ৬০০টি মাদ্রাসা বন্ধ করার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের।
তিনি আরও বলেন, এই ইনস্টিটিউটগুলোকে সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তর করার সিদ্ধান্ত নিয়েছি। কোরআন সরিয়ে বাইবেল এবং ভগবত গীতাকেও স্থান দিতে হবে। সমতা প্রতিষ্ঠা করতে হবে। এখানে অনেক ছোট ধর্ম রয়েছে। সমতা প্রতিষ্ঠার সর্বোত্তম উপায় হ’ল কোরআনের বিষয়টিকে সরিয়ে ফেলা।