বিনোদন প্রতিবেদন
উইলিয়াম শেক্সপিয়ারের অমর সৃষ্টি ‘লেডি ম্যাকবেথ’। এই চরিত্র দিয়েই টালিউডে রাফিয়াত রশিদ মিথিলার অভিষেক হতে যাচ্ছে। ছবির নাম মায়া। শেক্সপিয়ারের ম্যাকবেথ অবলম্বনে সিনেমাটি তৈরি করছেন রাজর্ষি দে। ছবিতে ‘লেডি ম্যাকবেথ’–এর নাম ‘মায়া’। ‘মায়া’ এই সিনেমার মূল চরিত্র। মায়ার অন্য অভিনয়শিল্পীরা হলেন গৌরব, রাহুল, তনুশ্রী, কমলেশ্বর।
কলকাতা থেকে মিথিলা গণমাধ্যমকে জানালেন, গত বছরই কলকাতার সিনেমায় কাজ করার কথা ছিল। কলকাতার তিনজন পরিচালক তার সঙ্গে যোগাযোগ করেন। কিন্তু করোনার কারণে শেষ মুহূর্তে কোনোটাই আর হয়নি। অবশেষে দেশের বাইরে মিথিলার প্রথম সিনেমার শুটিং শুরু হলো।
টালিউডে অভিষেকের আগে ঢালিউডে ‘অমানুষ’-এ অভিষেক হয়েছে মিথিলার। এ নিয়ে কতটা সন্তুষ্ট জানতে চাইলে বললেন, ‘আমি যে ধরনের সিনেমা দেখি, ঢালিউডের মূলধারার বাণিজ্যিক ছবি তো সেই মানের না। যে রকম অভিনয় করি, সেটাও এখানে হয় না। হঠাৎ ইন্টারেস্টেড হওয়ার এটাও প্রধান কারণ। আমি নিজে যেটা করি না, সেটা করে দেখি। কাজ করতে গিয়ে মনে হয়েছে, পরিচালক অনন্য মামুনের সিনেমা আমজনতার হলেও একটা মান থাকে।