পটুয়াখালী প্রতিনিধি:: পটুয়াখালীতে ছেলের লাঠির আঘাতে রাবেয়া বেগম (৫২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে মো. সালাউদ্দিন হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার বদরপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, রবিবার দুপুরে সালাউদ্দিনকে ভাত খাওয়ার জন্য বলে মা রাবেয়া ও বোন মনিকা (৩০)। এসময় সালাউদ্দিন রাগান্বিত হয়ে বোন মনিকাকে ধাওয়া করে। পরে রাবেয়া বেগম সালাউদ্দিনকে ফের খাওয়ার জন্য বললে তিনি উত্তেজিত হয়ে পাশে থাকা একটি তাল গাছের মুগুর (লাঠি) দিয়ে তার মায়ের মাথায় আঘাত করে। আঘাতের ফলে মাথা থেতলে গিয়ে ঘটনাস্থলেই রাবেয়া বেগমের মৃত্যু হয়।
এ ঘটনায় রাবেয়া বেগমে স্বামী মো. মোয়াজ্জেম হাওলাদার বাদী হয়ে পটুয়াখালী সদর থানায় ছেলে মো. সালাউদ্দিনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন।
পটুয়াখালী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাজেদুল ইসলাম সজল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সালাউদ্দিনকে গ্রেফতার করেছে। তালে আদালতে পাঠানো হয়েছে। আদালত এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন।
তিনি বলেন, ‘প্রাথমিক তদন্তে জানা গেছে, আসামি সালাউদ্দিন মানসিক রোগী। তিনি গত কয়েক বছর ধরে চিকিৎসাধীন রয়েছেন।