খাজা রাশেদ,লালমনিরহাট: লালমনিরহাটে ছোট ভাইয়ের কোদালের কোপের আঘাতে
বড়ভাই মিজানুর রহমান (৪৮) নিহত হয়েছেন। আর এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করেছেন নিহতের পরিবার।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে সোমবার (৫ জানুয়ারি) সকাল ১০টায় জেলার আদিতমারী উপজেলার বসুনিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মিজানুর উপজেলার বসুনিয়াপাড়া এলাকার খাইরুল আমিনের ছেলে বলে জানা গেছে। আর নিহত মিজানুরকে আঘাতকারী তার নিজের ছোট ভাই রবিউল ইসলাম।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার (৫ জানুয়ারি) সকালে বাড়ির পাশে কোদাল নিয়ে পানির ড্রেন খুড়তে যান ছোট ভাই রবিউল ইসলাম। সে সময় ওই ড্রেন করা নিয়ে দুভায়ের মাঝে কথা কাটাকাটি হয়।
কথাকাটাকাটির এক পর্যায়ে হাতের কোদাল দিয়েই মিজানুরের মাথায় ছোট ভাই রবিউল আঘাত করলে রক্তাক্ত অবস্থায় মাঠিতে পড়ে যায় সে।
ঐ সময়ে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন।
পরে, চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে রংপুর মেডিকেল কলেজে তিনি মারা যান।
এ ঘটনায় নিহত মিজানুর রহমানের বাবা খাইরুল আমিন থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে একটি অভিযোগ পেয়েছি। অভিযোগের পেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে।