ব্যথিত মন
সৌমেন্দ্র নাথ গোস্বামী
ব্যথিত এ মন ভুলে কি কখন
দুঃসহ এ যন্ত্রণা!
ক্ষত স্থাণে আঘাত হানে
দেয় শুধু কুমন্ত্রণা!
আসলে সুসময় সবাই রয়
কত মিষ্টি কথা!
দুঃসময় হলে যায় যে চলে
অন্তরে দেয় ব্যথা!
ব্যথিত এ মন কাঁদে সারাক্ষণ
সইবে আর কত?
করে প্রার্থনা দূর করো যাতনা
প্রশমন করো ক্ষত।
অশান্ত ধরা চলছে ক্ষরা
নেই আর মানবতা।
হে ভগবান কৃপা করো দান
দূর করো কলুষতা।
আপনার মন্তব্য লিখুন