সিংড়া (নাটোর) প্রতিনিধি | নাটোররের সিংড়া উপজেলায় ভাত খাওয়া নিয়ে বড়বোনের ওপর অভিমান করে মো. আকাশ (৯) নামের এক শিশু শিক্ষার্থী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।
শুক্রবার রাতে সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের ধাপ কুড়াইল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আকাশ একই এলাকার জিল্লুর রহমানের ছেলে ও কুড়ি পাকুরিয়া ফাজিল মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।
স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম ভোটা জানান, রাত ৯টায় ভাত খাওয়া নিয়ে মো. আকাশকে বকাঝকা করে বড়বোন রেখা খাতুন (১৪)। পরে খাবার ফেলে মো. আকাশ বাড়ির সবার অগোচরে পাশের খড়ির ঘরে গিয়ে ওড়না গলায় পেঁচিয়ে আত্মহত্যা করে।
সিংড়া থানার ওসি নুর-এ-আলম সিদ্দিকী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
আপনার মন্তব্য লিখুন