বৃষ্টি
মেহেদী হাসান মিলন
রিমঝিম বৃষ্টিতে
পড়ে গেছি বাঁধা
চারিদিকে পানি আর
প্যাঁচ প্যাঁচে কাদা।
মাঝে মাঝে বিদ্যুতের
ভয়ানক ডাক
ডানে না বামে যাবো
কোথা নেব বাঁক।
রাস্তায় হাঁটু পানি
পুকুর না নদী
ভয় লাগে বুকে বড়
পড়ে যায় যদি।
তবুও সাহস নিয়ে
যায় পথ চলে
বিপদ কি আসে ভাই
কোন কিছু বলে।
ফিরতে তো তবুও হবে
হোক গায়ে কাদা
ঝড়,মেঘ,পানি
যত হোক বাধা।
আল্লাহর নাম নিয়ে
তাই পথ চলি
বুকে ভয় মুখে সাহস
কি আর বলি।
হোক যত কষ্ট
তবুও তো বৃষ্টি
আল্লাহর নেয়ামত
কি দারুন সৃষ্টি।