তাহমিনা আক্তার,ঢাকা:: ভবন মালিকের সঙ্গে চুক্তি অনুযায়ী কার্যালয়টি গণঅধিকার পরিষদের বলে দাবি করেছেন সংগঠনটির একাংশের সভাপতি নুরুল হক নুর।
তিনি বলেন, ‘গতকাল পাঞ্জাবির বোতাম খুলে ভবনের মালিকের সামনে বুক পেতে দিয়েছিলাম যে পারলে গুলি করো। ওইসময় উপস্থিত সাংবাদিকদের সামনে বুক টান টান করে দিয়েছিলাম। (ভবন মালিক) বন্দুক উঁচিয়েছিল, গুলি করার সাহস হয়নি।’
শুক্রবার (২১ জুলাই) বিকেলে প্রিতম-জামান টাওয়ারের সামনে বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি। নিজের পাঞ্জাবি ছেঁড়ার বিষয়ে ব্যাখ্যা দিতে এসব কথা বলেন নুর।
গতকাল বৃহস্পতিবার কার্যালয় উদ্ধারের সময় পুলিশের হামলা হয়েছে দাবি করে নুর বলেন, ‘অসংখ্য নেতাকর্মী গতকাল ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আজ অসুস্থ শরীর নিয়ে জনতার অধিকার আদায়ে রাস্তায় দাঁড়িয়েছি।’
তিনি বলেন, ‘গণঅধিকার পরিষদ নিয়ে যারা বিভ্রান্তি, অপপ্রচার ছড়াবে তাদের রক্ষা হবে না। হামলা-মামলা যত আসবে, গণঅধিকার তত শক্তিশালী হবে।’
নুরুল হক নুর বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আগামীতে যে সর্বদলীয় আন্দোলন হচ্ছে, সেই আন্দোলনে যেন অংশগ্রহণ করতে না পারি সেজন্য গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের নামে মামলা দেওয়া হচ্ছে। আমরা পরিষ্কার বলে দিতে চাই, যে লড়াই শুরু হয়েছে, সেই লড়াই অব্যাহত থাকবে।’
তিনি বলেন, ‘আমাদের কার্যালয় পুলিশ দখল করেছে। সরকার ও গোয়েন্দা সংস্থার লোকেরা গণঅধিকার নিয়ে ষড়যন্ত্র করছে। আমরা দেখতে চাই ওদের ষড়যন্ত্রের জাল কত লম্বা আর আমাদের সাংগঠনিক শক্তি ও নেতৃত্ব কত লম্বা। সাংগঠনিকভাবে তাদের পরাস্ত করবো। কার্যালয় কেনার উদ্যোগ নিলেও চুক্তি অনুযায়ী এই কার্যালয় আমাদের। এই কার্যালয়ের সামনেই আমাদের কার্যক্রম পরিচালিত হবে। পুলিশ ভাইদের বলবো, আপনারা সরে যান।’
দলীয় কার্যালয় দখলে নিতে গেলে পাঞ্জাবি ছেঁড়া প্রসঙ্গে নুর বলেন, ‘গতকাল পাঞ্জাবির বোতাম খুলে ভবন মালিকের সামনে বুক পেতে দিই। তখন বুক পেতে দিয়েছিলাম যে পারলে গুলি করো। ওইসময় উপস্থিত সাংবাদিকদের সামনে বুক টান টান করে দিয়েছিলাম।’