খাজা রাশেদ, লালমনিরহাট: লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার জগৎবেড় ইউনিয়নের ১নং ওয়ার্ডে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে ১৫ দিন ধরে অবস্থান করছে এক এইচএসসি পরীক্ষার্থী প্রেমিকা।
এতে করে ঐ এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ নিয়ে কয়েক দফায় বৈঠকে ও মিলেনি, সমাধান।
এমন ঘটনায়,এলাকাবাসী
দ্রুত বিষয়টি সমাধানের জন্য দাবি তুলেছেন।
জনপ্রতিনিধি ও স্থানীয় সুত্রে
জানা গেছে,উপজেলার জগৎবেড় ইউনিয়নের ১নং ওয়ার্ডের, পশ্চিম জগৎবেড়,বালাপাড়া গ্রামের
আব্দুস ছামাদের পুত্র আবদুল গাফফার এর সঙ্গে,একই ইউনিয়নের ২নং ওয়ার্ডের পশ্চিম জগৎবেড় গ্রামের দিনমজুর আজিজার রহমানের কলেজ পড়ুয়া মেয়ের দীর্ঘদিন যাবৎ প্রেমের সম্পর্ক চলে আসছে।প্রমিক
আবদুল গাফফার ঢাকায় গার্মেন্টসে চাকুরী করে।
সম্প্রতি,সে ঢাকা থেকে বাড়ি আসলে ঐ প্রেমিকা ঐ কলেজ ছাত্রীকে পাটগ্রাম শহরে দেখা করতে বলে।
দেখা হলে কথোপকথোনের একপর্যায়ে তার ব্যবহিত মোবাইল ফোনটি নিয়ে ভেঙ্গে ফেলে।
কৌশলে সেখান থেকে সটকে পড়ে প্রেমিক গাফফার।
যাতে,উভয়ের প্রেমের প্রমান স্বরুপ ছবি সহ অনেক কিছু ছিল বলে দাবী করেছেন, ভুক্তভোগী ঐ কলেজ ছাত্রী।
পরে,৪ সেপ্টেম্বর প্রেমিক আবদুল গাফফার এর বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান করে ঐ কলেজ ছাত্রী।
আবদুল গাফফার এর পরিবারের লোকজন বলেন,সে কয়েক বছর ধরে ঢাকায় চাকুরী করে।
কয়েকদিন আগে ঢাকা থেকে বাড়ি আসে এবং পরদিন ভালোমন্দ না বলে চলে যায়।
ঐ দিন মেয়েটির বোন এসে তাকে তাদের বাড়িতে রেখে যায়।
এবং বলে,উভয়ের মাঝে প্রেমের সম্পর্ক আছে।
তারা দাবি করেন, তাদের ভালোবাসার ব্যাপারে তারাই ভালো জানেন।এ ব্যাপারে আমারা কিছুই জানিনা।
মেয়েটি তাদের বাড়িতে আসার
বিষয়টি তারা স্থানীয় জনপ্রতিনিধিদের অবগত করেছেন
বলে তারা জানান।
এবিষয়ে, লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জগৎবেড় ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মোছাঃফাতেমা খাতুন জানান,ঘটনাটি সমাধানের জন্য কয়েকবার বৈঠক হয়েছে।কিন্তু সমাধান হয়নি।চেয়ারম্যান মহোদয় মাঝে ব্যস্থ থাকায় সময় দিতে পারেননি।উভয়ের পরিবারের সঙ্গে কথা বলেছি। দ্রুত এ সমস্যা সমাধান করা হবে বলে জানান তিনি।