রাজশাহীতে এক বিশ্ববিদ্যালয় ছাত্রীকে বটি দিয়ে কুপিয়ে জখম করেছে নিজ বাসার গৃহকর্মীর মেয়ে। আহত ছাত্রীর নাম ফারজানা তাসনিম সিমরান।
শনিবার দুপুরে নগরীর টিকাপাড়া এলাকার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ঝর্ণা খাতুনকে ধরে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
আহত সিমরান টিকাপাড়া এলাকার আলতাফ হোসেনের মেয়ে। তিনি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রিবিজনেস বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।
অভিযুক্ত ঝর্ণা টিকাপাড়া মিরেরচক এলাকার বাসিন্দা। তার মা জরিনা বেগম আহত সিমরানের বাড়ির গৃহকর্মী।
এ ঘটনায় শনিবার রাতে নগরীর বোয়ালিয়া মডেল থানায় মামলা করেছেন সিমরানের মা ফরিদা ইয়াসমিন। ওই মামলায় রোববার দুপুরের পর গ্রেফতার দেখিয়ে ঝর্ণাকে আদালতে নিয়েছে পুলিশ।
আহত সিমরানের মা ফরিদা ইয়াসমিন বলেন, দুপুরের দিকে গৃহকর্মীর মেয়ে ঝর্ণা আমাদের বাড়িতে আসেন। এ সময় সিমরান তার বান্ধবীর সঙ্গে দেখা করার উদ্দেশ্যে বাড়ির বাইরে বের হচ্ছিলেন। দরজার তালা খুলে বের হওয়ার সময় সিমরানের চুল ধরে জোরে টান দেন ঝর্ণা। পরে বটি দিয়ে বুকের বাম পাশে কোপ দেন। এতে জখম হয়ে পড়ে যান সিমরান। পরে দরজা খুলে পালানোর সময় স্থানীয়রা ঝর্ণাকে ধরে ফেলে।
নগরীর বোয়ালিয়া থানার ওসি নিবারন চন্দ্র বর্মন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার তরুণী জানিয়েছেন, চুরির উদ্দেশ্যে ওই বাড়িতে ঢুকেছিলেন তিনি। কিন্তু দেখে ফেলায় গৃহকর্তার মেয়েকে কোপ দেন। পালানোর সময় তাকে ধরে ফেলে এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ তাকে আটক করে। এ সময় তার সঙ্গে থাকা ভ্যানিটি ব্যাগ থেকে বটি ও চাপাতি উদ্ধার করা হয়।
দুপুরের পর গ্রেফতার ঝর্ণাকে আদালতে তোলা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তার সাতদিনের রিমান্ড চাওয়া হয়েছে বলে জানান ওসি।