কোন এক গভীর রাতের মধ্যমায়,
যখন আমি ভাগ্যের এই পরিনামের কথা ভাবছিলাম...
তখন খুব কষ্ট হচ্ছিলো আমার,
সে কষ্টের কথা তাকে জানতে দিও না।
আর শোনও...
তার কছে আমার একটাই বার্তা পৌঁছে দিও
সে যেন আমাকে ভুলে না যায়।
আমি নিথর দেহ নিয়ে পড়ে আছি
একবুক আশা আর ভালোবাসা নিয়ে।
তাকে বলে দিও,
আমি ঐ দিন পর্যন্ত ছিলাম
যেদিন সে আমার শার্টের ছেঁড়া বোতাম টা স্বযত্নে লাগিয়ে দিত।
তাকে আরও বলে দিও,
আমি তার দেওয়া লাল গোলাপ টা
এখনও সযতনে রেখেছি,
হয়তো কালের আবর্তনে শুকিয়ে গেছে সে ফুল কিন্তু,
তার জন্য এ হৃদয়ের ভালোবাসা
এতটুকুও কমেনি
বরং তার গভীরতা আরও বেড়েছে।
আর যাও,
যাবার আগে ঘরের দরজাটা লাগিয়ে দিয়ে যেও.....!