ঢাকারবিবার , ২৩ মার্চ ২০২৫
  1. অপরাধ ও আদালত
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ডেস্ক
  5. কৃষি ও অর্থনীতি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্য-প্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. নির্বাচন
  11. বানিজ্য
  12. বিনোদন
  13. ভিডিও গ্যালারী
  14. মুক্ত মতামত ও বিবিধ কথা
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

বিয়ের জন্য কাজী ডাকতে গেল প্রেমিক, প্রেমিকাকে নিয়ে পালাল বন্ধু

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
মার্চ ২৩, ২০২৫ ১২:৩৫ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুর প্রতিনিধি:: বিয়ে করতে প্রেমিকের সঙ্গে পালিয়েছিলেন এক কিশোরী। প্রেমিকাকে বন্ধুর কাছে রেখে কাজী আনতে যায় প্রেমিক। এই সুযোগে বন্ধুই প্রেমিকাকে নিয়ে পালিয়ে যায়। তবে শেষ পর্যন্ত ধরা পড়েছেন দুজনই, আর মামলার জেরে কারাগারে ঠাঁই হয়েছে উভয়ের।

ঘটনাটি ঘটেছে সোমবার পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ধাওয়া গ্রামে।

মামলা সূত্রে জানা গেছে, ভান্ডারিয়া উপজেলার ধাওয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আব্দুল কুদ্দুসের ছেলে অটোরিকশাচালক মো. হাসান (২৯) একই এলাকার ১৪ বছরের এক কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। সম্পর্ক গভীর হলে তারা পালিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নেন।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে বন্ধু মো. ইলিয়াস খান (২৩)-এর সহায়তায় কিশোরীকে নিয়ে পালিয়ে ভান্ডারিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে যান হাসান। সেখানে প্রেমিকাকে বন্ধুর কাছে রেখে কাজী আনতে যান তিনি। কিন্তু তার অনুপস্থিতির সুযোগ নিয়ে ইলিয়াস বন্ধুর প্রেমিকাকে নিয়ে নিজেই পালিয়ে যান।


প্রেমিক হাসান বহু চেষ্টা করেও প্রেমিকা ও বন্ধুর খোঁজ পাননি। অবশেষে ২১ মার্চ দুপুরে ইলিয়াস ও কিশোরী ভান্ডারিয়া বাজারে আসলে স্বজনরা তাদের ধরে ফেলেন।

কিশোরীর পরিবারের পক্ষ থেকে তখন কেউ মামলা করেন। এ কারণে সংশ্লিষ্ট ওয়ার্ডের চৌকিদার মো. জামাল আকন বাদী হয়ে ভান্ডারিয়া থানায় অপহরণ মামলা দায়ের করেন।

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ আনোয়ার বলেন, কিশোরীকে অপহরণের অভিযোগে মামলা হয়েছে। সেই মামলায় অভিযুক্ত হাসান ও ইলিয়াসকে গ্রেপ্তার করে শনিবার কারাগারে পাঠানো হয়েছে। শনিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।