রাশেদুল ইসলাম রাশেদ।। মাঘ মাস শেষ হচ্ছে আর সপ্তাহ দুয়েক পর। তার আগেই বিদায় নেবে শীত। বিদায়ের আগে হাড় কাঁপানো শৈত্যপ্রবাহের কবলে দেশ। দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে গত বৃহস্পতিবার থেকে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এটা চলতি মৌসুমের তৃতীয় শৈত্যপ্রবাহ বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বঙ্গোপসাগর থেকে আসা মেঘের কারণে শনিবার বেড়েছে তাপমাত্রা; কমেছে শীতের জোর। তবে ঘন কুয়াশার চাদরে ঢেকে আছে দেশ। এতে দেশের বিভিন্ন রুটে নৌযান চলাচল ব্যাহত হচ্ছে। সড়ক-মহাসড়কে মাঝরাত থেকে সকাল অবধি দৃষ্টিসীমা একেবারেই নিচে নেমে যাচ্ছে। এ ছাড়া বিমান চলাচলও বিঘ্নিত হচ্ছে। বিলম্বে উড্ডয়ন করতে হচ্ছে দেশি এবং আন্তর্জাতিক ফ্লাইটগুলোকে।
শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ৯ দশমিক ৬ ডিগ্রি এবং সর্বোচ্চ টেকনাফে ২৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান বলেন, রাজারহাটা ও শ্রীমঙ্গল ছাড়া আর কোথাও গতকাল শৈত্যপ্রবাহ ছিল না। শীতের তীব্রতা কিছু কমেছে। মেঘের কারণে এমনটা হয়েছে। এর পর আবারও বাড়তে পারে।