ঢাকাবুধবার , ২১ আগস্ট ২০২৪
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

বিদায়ী পৌর মেয়র লালমনিরহাট পৌরবাসীর উদ্দেশ্যে যা বললেন

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
আগস্ট ২১, ২০২৪ ১২:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

খাজা রাশেদ,লালমনিরহাট।। সারাদেশে ৩২৩টি পৌর মেয়রকে অব্যাহতি দিয়ে গত ১৮ আগষ্ট প্রজ্ঞাপন জারী করে বর্তমান সরকার । এরপ্রেক্ষিতে,লালমনিরহাটের বিদায়ী পৌরমেয়র রেজাউল করিম স্বপন লালমনিরহাট পৌরবাসীর উদ্দেশ্য বলেন, প্রিয় পৌরবাসী, আসসালামু আলাইকুম / আদাব। আপনারা নিশ্চয়ই অবগত আছেন সরকারি সিদ্ধান্তে গত ১৮ আগষ্ট ২০২৪ বাংলাদেশের সকল পৌরসভার মেয়র গণের পদ শূন্য ঘোষণা করা হয়েছে।

“মহান আল্লাহ তায়ালা উত্তম পরিকল্পনাকারী”
প্রথমেই লালমনিরহাট পৌরবাসীকে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি, গত সাড়ে তিন বছরের মেয়াদকালে আপনারা আমাকে সর্বাত্মক সহযোগিতা করেছেন। আপনারা আমাকে পৌরসভার দায়িত্ব দেওয়ার পর থেকে আমি পৌরসভাকে একটি কার্যকর ও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করার চেষ্টা করেছি।জানিনা, কতটুকু সেবা আপনাদের দোরগোড়ায় পৌছে দিতে পেরেছি। তবে,আমাদের আন্তরিকতার কোনো কমতি ছিল না। হয়তো পৌরবাসীকে দেয়া সকল প্রতিশ্রুতি আমি পালন করতে পারিনি। সেই ব্যর্থতা আমার!

আল্লাহর রহমতে আমি সকলের সহযোগিতায় লালমনিরহাট পৌরসভার উন্নয়নের জন্য যে কাজগুলি অনুমোদন করেছি সেগুলো আগামী এক বছরের মধ্যে লালমনিরহাট বাসীর দৃষ্টিগোচর হবে ইনশাআল্লাহ। তিনি আরও বলেন,আমরা ইতিমধ্যে গত তিন মাসে পৌর ভবন সহ প্রায় ৪০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের টেন্ডার করেছি এবং ১০ কোটি টাকার প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

এই সাড়ে তিন বছরের সময়ের মধ্যে আমার পৌরসভার কাউন্সিলরবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ আমাকে সর্বাত্মক সহযোগিতা করেছেন, তাদের প্রতিও আমি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি, সকল সফলতা তাদের। আমি ও আমার পরিবার সবসময় পৌরবাসীর পাশে ছিলাম, আগামীতেও থাকবো ইনশাআল্লাহ।
আপনারা সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন।
আমার এই সময় কালে কেউ যদি আমার কোন কাজে বা ব্যবহারে কষ্ট পেয়ে থাকেন সেজন্য পৌরবাসীর কাছে আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করেন তিনি

উল্লেখ্য যে, লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন, বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করে নৌকা মার্কার প্রার্থীকে পরাজিত করে জয়লাভ করেছিলেন। তিনি মেয়র থাকাকালীন সময়ে একটি পরিস্কার-পরিছন্ন,মডেল পৌরসভা গঠনসহ নাগরিক সেবাগুলো জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে গেছেন বলে অনেকেই মতামত ব্যক্ত করেন।

আপনার মন্তব্য লিখুন