ঢাকাশনিবার , ৮ জুলাই ২০২৩
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে প্রায় দেড় লাখ মামলা, আসামি ৪০ লাখ!

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
জুলাই ৮, ২০২৩ ১২:৫৭ অপরাহ্ণ
Link Copied!

তাহমিনা আক্তার, ঢাকা:: ওয়ান ইলেভেন এবং বর্তমান সরকারের ১৪ বছরে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে প্রায় দেড় লাখ মামলা দায়ের করা হয়েছে। এতে আসামী প্রায় ৪০ লাখ নেতাকর্মী। বিচারাধিন এসব মামলার অধিকাংশেরই বিচার কাজ এখন শেষের দিকে। আর এ কারণে বিএনপি শঙ্কিত। দলটির নেতাদের আশংঙ্কা নির্বাচনের আগে বিএনপির শীর্ষ পযার্য় থেকে তৃণমূলের নেতাদের যাদের নামে মামলা রয়েছে এসব মামলায় সাজাপ্রাপ্ত হয়ে নিবার্চন থেকে সটকে পড়তে পারেন।

রাজনৈতিক সমঝোতা নাহলে দ্বাদশ নির্বাচনের আগে বিএনপির শীর্ষ নেতা এবং যারা এমপি মনোনয়ন পেতে পারেন এমন সম্ভব্য প্রার্থীদের নির্বাচনে অংশগ্রহণ অনিশ্চিত হতে পারে।

গত ৩১ মে তত্ত্বাবধায়ক সরকারের আমলে করা দুর্নীতির ২ মামলায় দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ৯ বছর ও আমান উল্লাহ আমানের ১৩ বছরের সাজা দেওয়া হয়েছে। ফলে দলের এই শীর্ষ দুই নেতা দ্বাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণ এখন অনেকটা অনিশ্চিত।

বিএনপি নেতাদের নির্বাচনে অযোগ্য করতে সরকার উঠে পড়ে লেগেছে উল্লেখ দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার জানে নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধিনে নির্বাচন হলে তাদের নিশ্চিত পরাজয় হবে। আর এটা ভেবেই তারা দলের নেতাদের মিথ্যা মামলায় সাজা দিচ্ছে বা দেওয়ার পায়তারা করছে। কিন্তু সকল জুলুম নির্যাতন সহ্য করে বিএনপি গত ১৪ বছর এই সরকারের অপশাসনের বিরুদ্ধে জনগণকে নিয়ে এগিয়ে যাচেছ। তাই এসব করেও সরকারের শেষ রক্ষা হবে না বলে মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, শুধু মামলা বা সাজা দিয়ে এই সরকারের ভয় কাটছে না। এখন তারা আমাদের সম্ভাব্য প্রার্থীদের বিভিন্ন এজেন্সির লোক দিয়ে হুমকি ধামকি দিচ্ছে এবং তাদেরকে নানা ধরণের প্রলোভন দেখাচেছ।

বিএনপি জানায়, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা ৩৬টি। এর মধ্যে ২টি মামলায় তার সাজা হয়েছে। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলা ৫০টি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীররের মামলা ৯৩টি

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল তার বিরুদ্ধে রেকর্ড সংখ্যক মামলার বিষয়ে বলেন. এ পর্যন্ত ৪৫১টি মামলা হয়েছে। যার সবই মিথ্যা। তাদের যেখানেই মনে হয়েছে সেখানেই আসামী হিসেবে আমার নাম ঢুকিয়েছে।

দলের দপ্তর সূত্রে জানা গেছে, মামলায় দ্বিতীয় অবস্থানে যুবদলের সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার ৩২৪টি, তৃতীয় যুবদলের সভাপতি সুলতান সালাহ উদ্দিন টুকু ৩০০টি, যুবদলের সাবেক নেতা এসএম জাহাঙ্গীরের বিরুদ্ধে ২৭৭টি, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে ২৫৪টি মামলা। একইভাবে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর বিরুদ্ধে ১৮০টি মামলা, ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর ১৩৫টি, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমানের বিরুদ্ধে ১৩৪টি মামলা রয়েছে।

এদিকে বিএনপির স্থায়ী কমিটির এক সভায় দাবি করা হয়েছে, গত ১৯ মে থেকে এখন পর্যন্ত বিএনপি’র নেতাকর্মীদের নামে ২১৫টি মামলায় মোট আসামী করা হয়েছে ৯ হাজার ৮শত নেতা-কর্মীকে। মোট গ্রেফতার হয়েছে ৮৩৬জন।

দলটির স্থায়ী কমিটির সভায় গভীর আশংকা প্রকাশ করা হয়ে্ছে যে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি তথা বিরোধী দলের নেতা-কর্মীদের মাঠ থেকে সরিয়ে দেওয়ার হীন উদ্দ্যেশে এই অবৈধ সরকারের এবং আওয়ামী সন্ত্রাসীদের ব্যবহার করে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, গ্রেফতার, আহত ও হত্যা করা হচ্ছে।

ইতোমধ্যে সাজাপ্রাপ্ত হয়ে জেলে রয়েছেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু, যুগ্ম মহাসচিব লায়ন আসলাম চে․ধুরী, সাবেক মন্ত্রী লুৎফর জামান বাবর, প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবি, যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি সাইফুল আলম নিরব, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সদস্য সচিব রফিকুল আলম মজনু, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব, কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না, রাজশাহী জেলা বিএনপি’র আহŸায়ক আবু সাঈদ চাঁদ, বিএনপি নেতা মিয়া নুরুদ্দিন অপু, যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি এস এম জাহাঙ্গীর, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহবায়ক গোলাম মাওলা শাহীন, ইউসুব বিন জলিল, আলী আকবর চুন্নু, আজিজির রহমান মুছাব্বির ও সিরাজুল ইসলাম সিরাজ প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন