স্টাফ রিপোর্টার:: সিলেটের সনাতন ধর্মাবলম্বীদের বিক্ষোভে ‘বাড়িঘর পোড়ানো’ হয়েছে দাবি করে সময় টিভিতে মিথ্যা সাক্ষাৎকার দিয়েছেন ধ্রুব সরকার নামের এক কিশোর। তবে প্রকৃত তথ্য হচ্ছে তার বাড়িঘর সুরক্ষিত রয়েছে। বিষয়টি জানিয়েছেন তার বাবা প্রধান শিক্ষক বিজন কুমার সরকার। একইসঙ্গে জাতির কাছে ক্ষমা চেয়েছেন প্রধান শিক্ষক বাবা।
সোমবার (১২ আগস্ট) নিজ ফেসবুক অ্যাকাউন্টে স্ট্যাটাস দিয়ে ক্ষমা প্রার্থনা করেন প্রধান শিক্ষক বিজন কুমার সরকার। তিনি পিরোজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত আছেন বলে তার ফেসবুক প্রোফাইল থেকে জানা গেছে।
শিক্ষক বিজন কুমার সরকার ওই স্ট্যাটাসে জানান, আমি বিজন কুমার সরকার, আমার ছেলে ধ্রুব সরকার, গতকাল (রবিবার) সময় টিভিতে একটি সাক্ষাৎকার দিয়েছে যা সঠিক নয় এবং আমার বাড়ি সুরক্ষিত আছে, হয়ত সে আবেগ বশত না বুঝে মিথ্যা সাক্ষাৎকার প্রদান করে ফেলেছে এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ও ক্ষমাপ্রার্থী।
এর আগে রবিবার সিলেটে সনাতন ধর্মাবলম্বীরা বিক্ষোভ করেন। ওই বিক্ষোভে সময় টিভিতে সাক্ষাৎকার দেন ধ্রুব। যে ভিডিওটি ‘সনাতন ধর্মাবলম্বীদের বিক্ষোভে উত্তাল সিলেট’ শিরোনামে সময় টিভির ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়।
ধ্রুব ওই সাক্ষাৎকারে দাবি করেন, ‘তার বাড়িঘর পুড়িয়ে দেয়া হচ্ছে’। তবে বিষয়টি মিথ্যা বলে জানালেন তার শিক্ষক বাবা।