ঢাকাসোমবার , ১৬ অক্টোবর ২০২৩
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

বাবাকে রাস্তায় হুইল চেয়ারে বসিয়ে রেখে চলে গেলেন ছেলেরা!

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
অক্টোবর ১৬, ২০২৩ ৬:৫৩ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লা প্রতিনিধি:: গত ১০ দিন ধরে রোদ, বৃষ্টি, ঝড় উপেক্ষা করে কুমিল্লা মহাসড়কের পাশেই পড়েছিলেন অসহায় এক বাবা। চিকিৎসা করিয়ে বাড়ি নেওয়ার পথে পঙ্গু বাবাকে গাড়ি থেকে নামিয়ে মহাসড়কের পাশে হুইল চেয়ারে বসিয়ে রেখে চলে যান ছেলেরা। ১০ দিন পার হয়ে গেলেও তার সন্তানদের কেউই নিতে আসেনি তাকে।

রোববার (১৫ অক্টোবর) তিনি বিষয়টি ফেসবুকে জানার পর লোক পাঠিয়ে ওই বৃদ্ধকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করান জাপান প্রবাসী কুমিল্লার যুবক কে এম আমির হোসেন। বর্তমানে তিনি চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। কে এম আমির হোসেন ওই বৃদ্ধের যাবতীয় চিকিৎসা খরচ দিয়েছেন।


স্থানীয়রা জানান, গত ৫ অক্টোবর রাত থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার বড় গোবিন্দপুর বাসস্ট্যান্ড এলাকায় ১০ দিন ধরে ওই বৃদ্ধ পড়েছিলেন। প্যারালাইসের কারণে তিনি হাঁটাচলা করতে পারেন না। অস্পষ্ট ভাষায় শুধু জানান, নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের নয়নপুর গ্রামের বাসিন্দা তিনি। তার নাম সাত্তার। তিন ছেলে ও এক মেয়ে রয়েছে তার। বড় ছেলে হারুন, মেজো ছেলে মঈন, ছোট ছেলে জসিম। তবে বৃদ্ধের ছেলেদের সঙ্গে এখনও যোগাযোগ করা সম্ভব হয়নি।

বৃদ্ধ সাত্তার বলেন, আমার ছেলেরা ঢাকার একটি হাসপাতালে আমাকে চিকিৎসা করায়। চিকিৎসা শেষ করে বাড়ি যাওয়ার পথে এখানে (চান্দিনার বড় গোবিন্দপুর বাসস্ট্যান্ড) নামায় দেয়। এখানে রেখে বলে পরে নিয়ে যাবে, আমি যেন এখানেই থাকি।

ছেলেরা আসবে এই আশায় গত ১০ দিন ধরে অপেক্ষায় আছেন বৃদ্ধ এই বাবা। কেউ কোনো প্রশ্ন করলে তিনি বলছেন, আমার ছেলেরা আমাকে নিয়ে যাবে। আমাকে এখানে অপেক্ষা করতে বলেছে। আমি এখানেই থাকব। ওরা আসবে। আমাকে নিয়ে যাবে বাড়িতে।

আপনার মন্তব্য লিখুন