স্টাফ রিপোর্টার:: পুরো রমজান মাসজুড়ে দুই-একটি সবজি ছাড়া সব ধরনের সবজির দাম তুলনামূলক কম ছিল। তাতে স্বস্তিতে ছিলেন ক্রেতারা। তবে রমজান ও ঈদ শেষে বাজারে বেড়েছে সবজির দাম। আজকের বাজারে সবচেয়ে দামি সবজির তালিকায় রয়েছে ঝিঙা, যা প্রতি কেজি ১০০ টাকায় বিক্রি হচ্ছে। দুই-এক আইটেমের সবজি ৫০ টাকায় পাওয়া গেলেও অন্যান্য সবজি ৬০-৮০ টাকায় বিক্রি হচ্ছে।
বুধবার (৯ এপ্রিল) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির এমন দাম জানা গেছে।
বাজারে প্রতি কেজি করলা বিক্রি হচ্ছে ৮০ টাকায়, কঁচুর লতি প্রতি কেজি ৮০ টাকা, বরবটি প্রতি কেজি ৬০ টাকা, ঝিঙা প্রতি কেজি ১০০ টাকা, পেঁপে প্রতি কেজি ৬০ টাকা, সজিনা প্রতি কেজি ৮০ থেকে ১০০ টাকা, বেগুন প্রতি কেজি ৮০ টাকা, পটল প্রতি কেজি ৮০ টাকা, কাঁচা মরিচ প্রতি কেজি ৬০ টাকা, গাজর প্রতি কেজি ৫০ টাকায় বিক্রি হচ্ছে।
এছাড়া প্রতি কেজি শিম ৫০ টাকা, শসা প্রতি কেজি ৬০ টাকা, আলু প্রতি কেজি ২৫ থেকে ৩০ টাকা, ঢেঁড়স প্রতি কেজি ৮০ টাকা, চিচিঙ্গা প্রতি কেজি ৬০ টাকা, টমেটো প্রতি কেজি ৫০ টাকা এবং মিষ্টি কুমড়া প্রতি কেজি ৩০ টাকায় বিক্রি হচ্ছে।
রাজধানীর বনানী বাজারে বাজার করতে এসেছেন বেসরকারি চাকরিজীবী মনিরুল ইসলাম। তিনি বলেন, অন্যান্য সময় রমজানে সবজির দাম অনেক বেশি ছিল। সে তুলনায় গেল রমজানে আমরা সবচেয়ে কম দামে সবজি কিনতে পেরেছি। কিন্তু ঈদের পর থেকেই সব ধরনের সবজির দাম বেড়ে গেছে। এখন বাজারে ৬০ থেকে ৮০ টাকার নিচে কোনো সবজি নেই।
মহাখালী বাজারের আরেক ক্রেতা হাবিবুর রহমানও একই অভিযোগ জানিয়ে বলেন, বর্তমান বাজারে এখন কমদামি কোনো সবজি নেই। সব ধরনের সবজির দামই বাড়তি যাচ্ছে। আজকে বাজার করতে এসে দেখলাম ঝিঙ্গা প্রতি কেজি ১০০ টাকা, বাকি সবজিগুলো ৬০-৮০ টাকায় বিক্রি হচ্ছে। মূলত ঈদের তৃতীয় দিন থেকে বাজারের সব ধরনের সবজির দাম বেড়ে গেছে, এরপর আর কমেনি।
মালিবাগ এলাকার সবজি বিক্রেতা ইদ্রিস আলী সবজির দাম বাড়ার কারণ জানিয়ে বলেন, ঈদের পর অনেক চাষি ঢাকায় পণ্য পাঠাইনি, মূলত পরিবহন সংকটের কারণে তারা মাল ঢাকায় পাঠাইনি। বাজারে পণ্য সংকটের কারণে ঈদের পরপর সবজির দাম বেড়ে যায়। এরপর সবজির দাম বাড়ার আরেকটি কারণ হচ্ছে অনেক ধরনের সবজির এখন মৌসুম শেষের দিকে, সে কারণে সরবরাহ কম। ফলে সবজির দাম বেড়েছে। আবার কিছু কিছু সবজি আগে ১০০ টাকা, ১২০ টাকা বিক্রি হলেও এখন মৌসুম শুরু হচ্ছে সে কারণে সেগুলোর দাম আগের চেয়ে কমে ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
কারওয়ান বাজারের আরেক সবজি বিক্রেতা আলমগীর হোসেন বলেন, রাজধানীর অন্যান্য যেসব বাজারে সবজি যে দামে বিক্রি হচ্ছে, কারওয়ান বাজারে সেসব সবজি প্রতি কেজিতে ১০ থেকে ২০ টাকা কমে পাওয়া যায়। যারা পাইকারি সবজি কিনে এনে রাজধানীর বিভিন্ন বাজারে বিক্রি করেন তারা তাদের পরিবহন খরচ, রাস্তা খরচ, দোকান খরচ, শ্রমিক খরচ সব মিলিয়ে কিছুটা বেশি দামেই বিক্রি করেন। তবে বাজারে এখন সবজির দাম তুলনামূলক একটু বেশি। মৌসুম শেষসহ বিভিন্ন কারণে বাজারে সবজির সরবরাহ কিছুটা কম থাকায় দাম বেশি।