স্টাফ রিপোর্টার।। রাজধানীর গুলশানে বিএনপি'র চেয়ারপার্সন কার্যালয়ে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বিএনপি'র ক্ষুদ্র জাতি গোষ্ঠীর সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার, ২০ জানুয়ারি
সারা দেশে থেকে আমন্ত্রিত ১২টি জাতিগোষ্ঠীর নেতৃবৃন্দের এ সভায় উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি ছিলেন,ডক্টর খন্দকার মোশাররফ হোসেন -আহবায়ক স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটি ও সদস্য স্হায়ীকমিটি, বিএনপি
বিশেষ অতিথি ছিলেন,আব্দুস সালাম, সদস্য সচিব -স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটি ও সদস্য চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিল,বিএনপি
আমন্ত্রিত অতিথি,ডক্টর সুকোমল বড়ুয়া,সদস্য চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিল বিএনপি।
সভায় সভাপতিত্ব করেন,কর্ণেল (অবঃ) মনিষ দেওয়ান
আহবায়ক, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন ক্ষুদ্র জাতিগোষ্ঠী কমিটি ও উপ- জাতিগোষ্ঠী বিষয়ক সম্পাদক জাতীয় নির্বাহী কমিটি বিএনপি
উপস্থিত ১২ জাতিগোষ্ঠী নেতৃবৃন্দ —
নুশৈপ্রু - মারমা সম্প্রদায়
লোঙা খুমি - খুমি সম্প্রদায়
বাশধর দ্রুং- গারো সম্প্রদায়
লাল কিলময় - পাংখোয়া সম্প্রদায়
খামলাই ম্রো - ম্রো সম্প্রদায়
নসরাং ত্রিপুরা - ত্রিপুরা
সম্প্রদায়
হরিশ্চন্দ্র তঞ্চঙ্গা - তঞ্চঙ্গ সম্প্রদায়
অজূর্ন মনি চাকমা - চাকমা সম্প্রদায়
সাইলুক পাকদির বম - বম সম্প্রদায়
স্লামাচিং খেয়াং - খেয়াং সম্প্রদায়
মাচিং সা - চাক সম্প্রদায়
রামা লুসাই - লুসাই সম্প্রদায়
এছাড়া আরও উপস্থিত ছিলেন —দীপেন দেওয়ান
সহ-ধর্ম বিষয়ক সম্পাদক জাতীয় নির্বাহী কমিটি বিএনপি
জন গোমেজ সহ-ধর্ম বিষয়ক সম্পাদক জাতীয় নির্বাহী কমিটি বিএনপি সাচিং প্রু জেরী সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি সুশীল বড়ুয়া সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি
এলভার্ট পি কস্টা সাবেক ভারপ্রাপ্ত সভাপতি যুবদল
ও বীর মুক্তিযোদ্ধা মংশৈহ্লা চৌধুরী প্রমূখ।
উপস্থিত নেতৃবৃন্দের আলোচনার শেষে প্রধান অতিথি ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, সকল ক্ষুদ্র জাতিগোষ্ঠীর বীর মুক্তিযোদ্ধাদেরকে খুঁজে বের করে আমাদের জাতীয় কমিটির পক্ষ থেকে এমন করে সম্মাননা জানাবো যাতে অন্য জাতি গোষ্ঠীর সঙ্গে কোনো রকম তফাৎ থাকবে না। আমাদের দলের প্রতিষ্ঠিতা স্বাধীনতার ঘোষক বহু দলীয় গণতন্ত্রের পূর্ণ প্রবক্তা, আধুনিক স্ব-নির্ভর বাংলাদেশের রুপকার তিনি বিশ্ব দরবারে স্বাধীন বাংলাদেশের সকল নাগরিকদের জাতি ধর্ম গোষ্ঠীর জাতিসত্তার পরিচয় তুলে ধরেছেন। তা হলো 'বাংলাদেশী জাতীয়তাবাদ'
তার ভিত্তিতেই আমাদের রাজনৈতিক দর্শন। আমাদের সব অর্জন কর্মকান্ড দেশকে সামনে রেখে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ঘিরেই পালিত হবে সুবর্ণজয়ন্তীর প্রোগ্রাম সমূহ।