স্পোর্টস ডেস্ক | হারারে টেস্টের চতুর্থ দিনে দলের ৪৩ রান যোগ করে ফিরে যান সাইফ হাসান। দলীয় ৮৮ রানের বিদায় নেয়ার আগে ৯৫ বলে ৪৩ রান তুলেন ডান-হাতি এই ওপেনার। দ্বিতীয় উইকেটের জুটিকে সাদমান ইসলাম-নাজমুল হোসেন শান্ত ১৯৬ রানে তোলেন। ১ উইকেটে মোট সংগ্রহ যখন ২৮৪ রান এমন সময় ইনিংস ঘোষণার সিদ্ধান্ত নেয়া হয়। জয় তুলতে হলে জিম্বাবুয়েকে করতে হবে ৪৭৭ রান।
শনিবার (১০) জুলাই জোড়া শতক করেছেন দুই টাইগার ব্যাটসম্যান। এর পর ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ।
১৯৬ বল খেলে ১১১৫ রান করেছেন সাদমান। বাম-হাতি এই ওপেনার চার মেরেছেন নয়টি। অন্যদিকে ১১৮ বলে ১১৭ রান এসেছে শান্তর ব্যাট থেকে। পাঁচটি চার ও ছয়টি ছক্কায় ইনিংসটি সাজান তিনি।
জিম্বাবুয়ের পক্ষে একমাত্র উইকেটটি তুলেছেন রিচার্ড গারাভা।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ
৪৬৮ ও ২৮৪/১
জিম্বাবুয়ে
২৭৬
লক্ষ্য ৪৭৭
বাংলাদেশ একাদশ
সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী।
জিম্বাবুয়ে একাদশ
রেগিস চাকাভা, রয় কাইয়া, ব্রেন্ডন টেলর, তাকুজওয়ানাশে কাইতানো, টিমিসেন মারুমা, ব্লেসিং মুজারাবানি, ডিওন মায়ের্স, রিচার্ড গারাভা, ভিক্টর নিয়াউচি, মিল্টন শুম্বা, ডোনাল্ড তিরিপানো।