বাঁচি তোমার মায়ায়
আব্দুল মুহিত
কীসের নেশায় অবিরাম ছুটছি দল বেঁধে !
ক্ষমা করে দিন গো প্রভু বলছি কেঁদে কেঁদে।
আপনি যদি না করেন দয়া ---- ওহে দয়াময় !
কেমনে পাবো আলোর দিশা আঁধার জগতময়।
পেটের তাগিদে অন্ন খুঁজি জীবন সংগ্রামে
সংসার সঁপেছি আমি তোমার মহান নামে।
হানাহানি মারামারি যে নিত্যদিনের কাজ
আমরা আছি বেড়াজালে নেই মুক্তি আজ।
ঘর থেকে বাইরে গেলে মানুষের কোলাহল
অনাথ শিশু পাথর ভাঙে অগাধ মনোবল।
করে যায় জীবনযুদ্ধ জীবিকার তাগিদে
কেউ আছে পেটের জ্বালায় কেউ মাস্তিতে।
কেউ কাতরায় রোগব্যাধিতে,কেউ নেই তার
কোথায় পাবে পথ্যসেবা ---খরচ চিকিৎসার।
অভাবীজন কাঁদছে পথে হও প্রভু তার সহায়
তুমিই তো অকূলের গতি বাঁচি তোমার মায়ায়।