বসন্ত এলো বলে
জাকির মাছুম
কোকিল তুমি কুহু সুরে-
ডাকো বসন্তে,
তোমার সুরে সুর তুলে মন-
মনের অজান্তে।
কোকিল তুমি ডানা ওড়াও
স্বাধীনচেতা মনে,
ওড়তে বড্ড শখ জেগেছে
আজ ওড়তে তোমার সনে।
হাওয়া তুমি বসন্তে এসে
কত আচঁল ওড়াও,
মনটা আমার উদাস হলো
রঙিন হাওয়া দাও।
কৃষ্ণচূড়া মন চোরা সাথে
হাছনাহেনা, বকুল,
ফুল তুলে মালা গাঁথি
বসন্তে চুরি করি ফুল।
গাছের পাতা ঝরোঝরো
অসবুজে কেশহীন মগডাল,
ভাবি বসে, মই ছাড়া উঠব ডালে
নি:সঙে আর পাইনা ওঠার তাল।
মাঠে মাঠে গরুর হাটে
ধু ধু ধুলো সাদা বালু উড়ে প্রান্তরে,
ওয়াও ওয়াও বলে মনোফুর্তি
আমার খেয়ালি মনের মন্দিরে।
"বসন্ত, ও বসন্ত.......
ওরে ঋতুরাজ,,
আমায় একটা মনের রানি
দেয় না এনে আজ!"