বসন্তের আগমন
অপর্ণা চক্রবর্তী
বসন্ত তোমার আগমনে
চারদিক সেজেছে আবার
সজনে ফুলের মিস্ট সুবাসে
অভিভূত হয়ে যাই বারবার।
আম্র মুকুলের ঘ্রানে ভরা
মাতাল করা সুবাস
নব পল্লবে সজ্জিত ধরা
সবুজের সমারোহ চারপাশ।
বসন্তের নির্মল নীল আকাশ
গায়ে লাগে নাতিশীতোষ্ণ বাতাস
বসন্তের বাতাসে ভেসে আসে প্রেম
অপরূপ চিত্রে ভরা থাকে ফ্রেম।
পলাশ শিমুল মুগ্ধ করে
তাদের রূপের বাহারে
এমন সময় যাকে মনে পড়ে
বসন্তের দূত কয় তাহারে।
এত রূপ রস গন্ধ সৌরভ
সকল ঋতুর তুমিই গৌরব
বসন্ত আসুক সবার জীবনে বারবার
নব বসন্তের পরশে ভরুক মনসবার
আপনার মন্তব্য লিখুন