তাসকিনের খাটো লেন্থের বলে ব্যাকফুটে গিয়ে সপাটে ব্যাট চালালেন ইয়াসির আলী। বিশাল ছক্কায় ঢাকাকে প্রথম জয় উপহার দিতেই মুশফিকুর রহিমের মুখে চওড়া হাসি। ওই এক ওভারে ইয়াসিরের দুই ছয়ে ঢাকা সাত উইকেটে হারিয়েছে বরিশালকে।
চতুর্থ ম্যাচে বরিশালের এটি তৃতীয় হার। মাত্র ১০৯ তাড়া করতে নামা ঢাকা তিন হারের পর বঙ্গবন্ধু টি ২০ কাপে অবশেষে জয় পেল ইয়াসির আলী ও অধিনায়ক মুশফিকুর রহিমের অবিচ্ছিন্ন ৫৫ রানের জুটির সহায়তায়।
ইয়াসির ৩০ বলে ৪৪ (তিনটি চার ও দুটি ছয়) ও মুশফিক ২৩ রানে অপরাজিত থাকেন। তানজিদ হাসান (২২) ফেরার পর ঢাকা সাত বল বাকি থাকতে বরিশালের ১০৮ টপকে যায় তিন উইকেট হারিয়ে।
বঙ্গবন্ধু টি ২০ কাপের নবম ম্যাচে বুধবার টস হেরে ব্যাট করতে নামা বরিশাল ব্যাটিং ব্যর্থতায় ১০৮ রানের বেশি করতে পারেননি। ইনিংস সর্বোচ্চ ৩৩ বলে ৩৩ রান তৌহিদ হৃদয়ের। অধিনায়ক তামিম ইকবাল ৩১ বলে ৩১। ২০ রানে চার উইকেট নেন ঢাকার রবিউল ইসলাম রবি। ৩০ বছর বয়সী এই অফ-স্পিনার ম্যাচসেরা। পেসার শফিকুল ইসলাম নেন দুই উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
বরিশাল ১০৮/৮, ২০ ওভারে (তামিম ইকবাল ৩১, তৌহিদ হৃদয় ৩৩, মেহেদী হাসান মিরাজ ১২। শফিকুল ইসলাম ২/১০, রবিউল ইসলাম রবি ৪/২০)।
ঢাকা ১০৯/৩, ১৮.৫ ওভারে (মোহাম্মদ নাঈম ১৩, মুশফিকুর রহিম ২৩*, তানজিদ হাসান ২২, ইয়াসির আলী ৪৪*। মেহেদী হাসান মিরাজ ১/১৩)।
ফল : ঢাকা ৭ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : রবিউল ইসলাম রবি (ঢাকা)।
পয়েন্ট টেবিল
ম্যাচ জয় হার পয়েন্ট নেট রান রেট
চট্টগ্রাম ৪ ৪ ০ ৮ ১.৬৮৯
রাজশাহী ৪ ২ ২ ৪ ০.১৪৫
খুলনা ৪ ২ ২ ৪ -০.২৯৫
বরিশাল ৪ ১ ৩ ২ -০.১৫৬
ঢাকা ৪ ১ ৩ ২ -১.২৪২