মোঃ আল আমিন খন্দকার, স্টাফ রিপোর্টার।। গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জের ৩নং তারাপুর ইউনিয়নে চর খোর্দ্দা এলাকায় এসোড কর্তৃক ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎসাহ প্রদান, বন্যা সহনশীল স্বনির্ভর দলের সাথে মত বিনিময়, কৃষিতে ভার্মি কম্পোস্ট এর উৎপাদন ও ব্যবহার বৃদ্ধি সহ নানা বিষয়ে ১৬ ফেব্রুয়ারি দিনব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন মোঃ আল আমিন খন্দকার, সভাপতি-তারাপুর কমিউনিটি বন্যা সহনশীল প্রকল্প, এসোড।
জাকিয়া নাজনিন, প্রোগ্রাম ম্যানেজার, কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড। ওহিদুল ইসলাম ফিল্ড কো-অর্ডিনেটর , কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড। এমদাদুল হক পিসি এসোড, শাহিন আহমেদ প্রজেক্ট ম্যানেজার জুরিখ ফ্লাড রেজিলিয়েন্স প্রজেক্ট, এসোড। মোক্তার হোসেন ফিল্ড অফিসার জুরিখ ফ্লাড রেজিলিয়েন্স প্রজেক্ট, এসোড প্রমূখ।
আপনার মন্তব্য লিখুন