নাটোর প্রতিনিধি: বড়াইগ্রামে ১৪ বছর বয়সী এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার (১৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মুশিন্দা এলাকায়।
ভুক্তভোগী কিশোরীর স্বজনরা জানায়, শুক্রবার (১৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নগর ইউনিয়নের মুশিন্দা পাড়ায় প্রতিবন্ধী কিশোরীকে ভয়ভীতি দেখিয়ে বাড়ির পাশে আম বাগানের ভিতরে নিয়ে যায় একই এলাকার মনির হোসেন সরকার, কামরুল ইসলাম ও মাহফুজ হোসেন। প্রতিবন্ধী কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করে আম বাগানে ফেলে রেখে পালিয়ে যায় তারা। পরে বাড়ির লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে আম বাগানের ভেতর থেকে তাকে উদ্ধার করে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান জানান, পুলিশ খবর পেয়ে রাতেই অভিযান চালিয়ে মনির হোসেন সরকার, কামরুল ইসলাম ও মাহফুজ নামে তিন যুবককে আটক করে। পরে জিজ্ঞাসাবাদ শেষে যুবক মাহফুজকে ছেড়ে দেয় পুলিশ।
এ ঘটনায় ধর্ষিতার বাবা বাদি হয়ে দুইজনকে আসামি করে বড়াইগ্রাম থানায় মামলা দায়ের করেছেন। পরে মনির হোসেন সরকার ও কামরুল ইসলামকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।
গ্রেফতারকৃত মনির হোসেন (৩২) উপজেলার মুশিন্দা এলাকার বায়া রশিদের ছেলে এবং কামরুল ইসলাম (৪০) একই এলাকার জামাল মন্ডলের ছেলে।