আশরাফুল হক, লালমনিরহাট।। লালমনিরহাটে বঙ্গবন্ধুকে তাচ্ছিল্য করে ড. ইউনুসের সাথে তুলনা করে বক্তৃতা দেওয়ার অভিযোগে সাবেক উপমন্ত্রী, বিএনপি'র রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপি'র সভাপতি আসাদুল হাবিব দুলুর বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে থানায় অভিযোগ দায়ের হয়েছে।
পাশাপাশি উক্ত ঘটনার প্রতিবাদে আগামী সোমবার লালমনিরহাট জেলা আওয়ামিলীগ ও সহযোগী অন্যান্য সংগঠন গুলো বিক্ষোভ কর্মসূচী পালন করতে পারে বলে জানা গেছে।
লালমনিরহাট জেলা আওয়ামীলীগের একাধিক সুত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় লালমনিরহাট জেলা পরিষদ সম্মেলন কক্ষে জেলা আওয়ামিলীগ ও সহযোগী সংগঠনের শীর্ষ স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দের এক রুদ্ধতার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে গত ০৬ সেপ্টেম্বর বুধবার খুনিয়াগাছ ইউনিয়নে অনুষ্ঠিত বিএনপি'র কর্মী সমাবেশে আসাদুল হাবিব দুলুর বক্তৃতা নিয়ে নেতা কর্মীরা ক্ষোভ প্রকাশ করে, বিএনপি'র নেতা দুলু তার বক্তৃতায় বঙ্গবন্ধু কে তাচ্ছিল্য করে বলেন, শেখ হাসিনার বাবার চেয়ে ড. ইউনুস কে মানুষ বেশী চেনে। দুলুর ঔদ্ধ্যর্ত্য পুর্ন্য এই বক্তব্যের প্রতিবাদে তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করার দলীয় সিদ্ধান্ত গৃহিত হয়। এরই অংশ হিসেবে আগামী সোমবার জেলা আওয়ামিলীগের ডাকে বিক্ষোভ কর্মসূচী করার সম্ভবনা রয়েছে বলে জানা যায় ।
দলীয় সিদ্ধান্ত মোতাবেক বৃহস্পতিবার রাতে জেলা বারের এক জেষ্ঠ আইনজীবী মামলার বাদী হয়ে জেলা বিএনপি'র সভাপতি ও সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলুর বিরুদ্ধে সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ টি রংপুর তথ্য প্রযুক্তি আদালতে অনুমোদিত হয়ে আগামী রোববার মামলা হিসেবে অনুমোদন পাবে বলে একাধিক সুত্র নিশ্চিত করেন।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুখ এ বিষয়ে জানতে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি, পাশাপাশি মামলার বাদীকে ওই বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি মিডিয়ায় কথা বলতে রাজি হননি। এদিকে দলের একাধিক নির্ভর যোগ্য নেতার কাছ থেকে ওই বিষয়ে সত্যতা পাওয়া যায়। তবে বিষয়টি পরিষ্কার হতে আরও ২ দিন সময় লাগবে, কারন হিসেবে বলেন, এটি রংপুর তথ্য প্রযুক্তি আদালতে অনুমোদন পাবার পর আইনি কার্যক্রম শুরু হবে।
বঙ্গবন্ধু কে হেয় করে বক্তৃতা দেবার কারনে খোদ বিএনপির একাধিক নেতা এটির প্রতিবাদ জানিয়ে বলেন, আসাদুল হাবীব দুলুর মত একজন বড়মাপের নেতা বঙ্গবন্ধুকে নিয়ে অপরিমার্জিত ভাষায় বক্তৃতা দেওয়ায় আমরা লজ্জিত। এদিকে আওয়ামিলীগ নেতা কর্মীরা আসাদুল হাবিব দুলুর শিষ্ঠাচারহীন বক্তৃতায় বিক্ষুদ্ধ হয়েছেন, একাধিক নেতা কর্মীর সাথে কথা বলে সেটা নিশ্চিত হওয়া গেছে।