ঢাকামঙ্গলবার , ২ মার্চ ২০২১
  1. অপরাধ ও আদালত
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ডেস্ক
  5. কৃষি ও অর্থনীতি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্য-প্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. নির্বাচন
  11. বানিজ্য
  12. বিনোদন
  13. ভিডিও গ্যালারী
  14. মুক্ত মতামত ও বিবিধ কথা
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

বক্তারহাটে ক্রীডা সোসাইটি কর্তৃক দুই টুর্নামেন্টের পুরষ্কার বিতরনী অনুষ্ঠান

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
মার্চ ২, ২০২১ ১১:০৯ অপরাহ্ণ
Link Copied!

ছাগলনাইয়া প্রতিনিধি।। ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার ৫ নং মহামায়া ইউনিয়নের বক্তারহাট ক্রিড়াসোসাইটি কর্তৃক আয়োজিত B.K.S T-10 ক্রিকেট টুর্ণামেন্ট-২০২০ এবং B.K.S-40 বল ক্রিকেট টুর্ণামেন্ট-২০২১ এর ফাইনাল খেলা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (২ মার্চ) বিকাল ৩ টায় বক্তারহাট সংলগ্ন মাঠেই খেলার আয়োজন করা হয়েছ। উক্ত খেলার প্রথম অংশে খেলেন B,K,S T-10 ক্রিকেট টুর্নামেন্ট ২০২০ এর দল এতে ফাইনালে মোকাবেলা করেন ক্রিকেট গেং ফেনী বনাম ইমেজিং ওয়ারিয়র্স মনুরহাট। ইমেজিং ওয়ারিয়র্স কে ৭ উইকেটে হারিয়ে ক্রিকেট গেং ফেনী জয়লাভ করে।

দিনের শেষ অংশে খেলেন B,K,S -40 ক্রিকেট টুর্বামেন্ট ২০২১ এর দল এতে ফাইনাল খেলায় মোকাবেলা করেন বি,সি,বি বাঁশপাড়া বনাম ভি,পি আজাদ সৃতি পাঠাগার। ভিপি আজাদ পাঠাগার কে ৪৮ রানে হারিয়ে বিজয় অর্জন করেন বি,সি,বি বাঁশপাড়া।

মোঃ শরিফুল ইসলাম শিশিরের সভাপতিত্বে ও আ,জ,ম মনসুরের সঞ্চালনায় পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাগলনাইয়া পৌরসভার মেয়র এম মোস্তফা, বিশেষ অথিতি কাজী নুরুল আলম, আমন্ত্রিত অতিথি নুরুল আলম,জনাব মাষ্টার আবুল কালাম,নাসির উদ্দিন সহ আরো উপস্থিত ছিলেন, বক্তারহাট ক্রীডা সোসাইটির উপদেষ্টা মন্ডলীর সদস্য ইব্রাহিম ঈদুল হাসান,ইমরান হোসেন, আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আজাদ হোসেন শামীম, সার্বিক সহায়তা ছিলেন মাসুদ, রাজু,রিয়াজ,মুরাদ,জনি,ইসমাইল, রাকিব,শুব,রুবেল,সাইফুল, সাজ্জাদ,ফরহাদ, সৈকত,আরাফাত, সিফাত,সাদ্দাম সহ প্রমুখ।