আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি লালমনিরহাট সদর উপজেলা পরিষদের সম্মানিত সাবেক চেয়ারম্যান জনাব একেএম মোমিনুল হক মহোদয়, সম্মানিত বিশেষ অতিথি শিক্ষানুরাগী লালমনিরহাট সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয়, মহীয়সী নারী আমার বড় বোন লালমনিরহাট সদর উপজেলা পরিষদের সম্মানিত সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট আনজুমানারা শাপলা আপা, উপস্থিত অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি মহোদয় এবং আমার অভিভাবক বড় ভাই আমিনুর ইসলাম ভাইসহ সম্মানিত অভিভাবক মন্ডলী এবং আমার স্নেহের কচিকাঁচা শিক্ষার্থী বন্ধুরা সকলকে আমার সালাম এবং অন্যান্য ধর্মের জাতির প্রতি রইলো আদাব। সেই সাথে সকলকে জানাচ্ছি আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন।
নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনকে নিয়ে আজকের এই অনুষ্ঠান। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন আমাদের উত্তর বঙ্গের একজন মহীয়সী নারী। যিনি নারীদের জন্য সংগ্রাম করেছেন। নারী শিক্ষার ক্ষেত্রে বিষদ ভূমিকা রেখেছেন। আজকে তার জন্মদিন। আজকের এই দিনে তিনি রংপুরের পায়রাবন্দে জন্মগ্রহণ করেন আবার আজকের এই দিনে তিনি পরলোক গমনও করেন। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই মহীয়সী নারী বেগম রোকেয়াকে।
আজকের এই সুধী সমাবেশে আরো বলতে চাই আমাদের বিদ্যালয় থেকে গত বছর ৯৪ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে, তার মধ্যে ৭৭ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে।
আমরা লালমনিরহাটে শিবরাম আদর্শ পাবলিক স্কুলকে পরিচিতি করতে পেরেছি আমাদের সম্মানিত অভিভাবক সহ সকল শিক্ষকদের সম্বলিত প্রচেষ্টায়৷
শিবরাম স্কুলের যে সুনাম তা আমরা ধরে রাখবো আপনাদের সকলের হাত ধরে। এর জন্য আপনাদের সকলের সহযোগিতা আরো বেশি বেশি দরকার।
সকল অভিভাবকদের কাছে আমার একটা ম্যাসেস থাকবে, আমাদের শিক্ষকরা কি পড়ায়? কেমন পড়ায়? তা আপনারা আমাদের সাথে প্রতিনিয়ত শেয়ার করুন। আমাদের অভিভাবক সমাবেশগুলোতে আপনারা অংশগ্রহণ করে আপনাদের গ্রহণযোগ্য পরামর্শ ও মতামত পোষণ করুন।
আমরা আগামী ২০২৫ শিক্ষা বর্ষে শিক্ষার গুণগত মান আরো কিভাবে বাড়ানো যায়, সেই দিকে নজর দিচ্ছি। আমরা শক্তিশালী একটি ম্যনেজিং কমিটি পেয়েছি, আমি আশা করছি এই ম্যানেজিং কমিটির হাত ধরে আমরা লালমনিরহাট জেলায় শুধু নয়, পুরো দেশে আলোড়ন সৃষ্টি করতে পারব।
আমি আমার বক্তব্য দীর্ঘ করব না, আপনারা যাদের মূল্যবান বক্তব্য শোনার জন্য অধিক আগ্রহ নিয়ে বসে আছেন তাদের থেকে আমরা মূল্যবান কথা গুলো শুনব।