বই পড়া
ইসমাইল হোসেন
পড়ালেখা
করব মোরা
জ্বালব জ্ঞানে আলো
বইয়ের পাতা বিদ্যে ঠাসা
পড়লে লাগে ভালো।
পড়তে যাদের ভাললাগে না
পায়না তারা দেখা
ত্রিভুবনের হাজার খবর
পাতায় পাতায় লেখা।
জলের তলে আবাস কাদের
আকাশে কে থাকে
মঙ্গল কি জীবের আবাস
দেওদানব কোন লোকে।
চড়কা কাটা চাদের বুরি
জ্বালে কিসের আলো
দিনের বেলা ঝলমলে রুপ
রাতটি কেন কালো।
ফুলের শুভাস লুকিয়ে কোথা
রামধানুতে কে রং ছড়ায়
জোয়ার ভাটার রহস্য ভেদ
পাবে সবে বই পড়ায়।
আরো পড়ুনঃ https://www.protidiner-bd.com/স্বপ্নবিলাসী/