ফ্লাশলাইট জ্বালিয়ে নবজাতকের ছবি তোলা থেকে বিরত থাকুন।ক্যামেরার ফ্ল্যাশলাইটে চোখের গুরুত্বপূর্ণ কোষ ঝলসে যেতে পারে চিরদিনের মতো।
চক্ষু বিশেষজ্ঞেরা জানান,ফ্ল্যাশের ঝলকে ক্ষতিগ্রস্ত হয় চোখের ভিতরে থাকা ম্যাকিউলা-র কোষ। উল্লেখ্য, এই ম্যাকিউলা অংশেই বাইরের আলোকরশ্মি প্রথম ফোকাস করে। এর সাহায্যেই সমান্তরাল দৃষ্টি ক্ষমতা তৈরি হয়। চিকিত্সকদের মতে,সার্জারির সাহায্যেও এই ক্ষতি মেরামত করা সম্ভব নয়।
প্রসঙ্গত, শিশুদের ৪ বছর বয়স না হওয়া পর্যন্ত ম্যাকিউলার গঠন সম্পূর্ণ হয় না। এই কারণে অতি উজ্জ্বল আলোর নীচে অত্যন্ত স্পর্শকাতর হয়ে পড়ে শিশু। বিশেষজ্ঞদের সতর্কবাণী: জোরালো আলোর সামনে নিজে থেকেই শিশু চোখ বন্ধ করে নিলেও সেকেন্ডের ভগ্নাংশ সময়েও সেই আলো প্রবেশ করলে চোখ পাকাপাকি ভাবে নষ্ট হতে পারে। তাঁরা জানিয়েছেন, সমস্যা এড়াতে শিশুকে স্নান করানোর সময় শৌচালয়েও উজ্জ্বল আলো ব্যবহার করা অনুচিত।
(লেখক):
মুহাম্মদ রায়হান আদনান
রামগড়,খাগড়াছড়ি,চট্টগ্রাম