ফেলে আসা
এম. এন. এস তুর্কী
জীবন থেকে আরও একটা বছর কাটলো।কাটলো,আরও কিছুটা সময়,আরও কিছুটা সুন্দর ও তিক্ত বিমূর্ত ক্ষণ।
শুধু অতীতে চলে যায় সে দ্রুত,যাকে ধরে রাখতে চাইলেও সম্ভব নয় ধরে রাখা।
সময়ের পিছনে ফেলে রেখে আসলাম, কতো চেনা মুখ, কতো চেনা হাসি,কতো অর্বাচীন স্মৃতি।
আমি কিছুই ধরে রাখতে পারিনি,সবকিছু হাতছাড়া হয়েছে চোখের পলকে।
এক একটি বছর পার করা মানে,এক একটি করে মৃত্যুর সিঁড়ি দিকে সামনে এগিয়ে যাওয়া,যা আমাদের কেউ রোধ করতে অক্ষম।
কি নিষ্ঠুর সিদ্ধান্ত না সময়ের!
আমরা অতীতকে কেবল দেখতে পাই, তার অসহায়ত্বের বিস্তৃতির ডালা নিয়ে দাঁড়িয়ে থাকতে পিছে পিছে।
আর ভবিষ্যৎকে জানাই স্বাগতমের ফুলেল শুভেচ্ছা।
এ আসা-যাওয়া খেলার সুনিপুণ খেলোয়াড় আমরা,তাই খেলে যাই সময়ের সুক্ষ্ম জালের মাঝ থেকে,তাতে কি হারালাম আর কি পেলাম মনে রাখে না পৃথিবী এতোটুকু আর রাখবেও না কখনো।
তাই, আমি নিরুপায়ের মাঝে সাঁতার কাটি প্রতি পদে পদে এ পৃথিবীর বুকে।।
আরো পড়ুনঃ https://www.protidiner-bd.com/শীত/
প্রিয় পাঠক,
এমন সুন্দর সুন্দর কবিতা/ সাহিত্য পড়তে এ পোর্টাল এর শিক্ষাঙ্গন ও সাহিত্য ক্যাটাগরি ভিজিট করুন।