প্রতিদিনের বাংলাদেশ | কাঁঠালবাড়ি (মাওয়া)-বাংলাবাজার এবং পাঠুরিয়া-দৌলতদিয়া রুটে যাত্রী পরিবহণ বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। তবে পণ্যবাহী গাড়ি, অ্যাম্বুলেন্স, জরুরি পরিষেবায় নিয়োজিত সরকারি গাড়ি এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে।
শুক্রবার বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এখন থেকে ফেরিতে যাত্রীবাহী সব ধরনের গাড়ি ও যাত্রী পরিবহণ বন্ধ থাকবে। কঠোর স্বাস্থ্যবিধি মেনে শুধু জরুরি পণ্যবাহী গাড়ি ও অ্যাম্বুলেন্স পারাপার করা হবে।
সরকার কঠোর লকডাউন আরোপ করার পরও নানা কৌশলে ফেরি ব্যবহার করে নদী পার হচ্ছিলেন মানুষ। ফলে স্বাস্থ্যবিধি লঙ্ঘন হচ্ছিল। এমন পরিস্থিতিতে কঠোর অবস্থানে গেল নৌপরিবহণ মন্ত্রণালয়।