ঢাকারবিবার , ২৮ ফেব্রুয়ারি ২০২১
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

ফেনী হবে বাংলাদেশের দ্বিতীয় সিংগাপুর : স্বপন মিয়াজী

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
ফেব্রুয়ারি ২৮, ২০২১ ১১:৫৮ অপরাহ্ণ
Link Copied!

রাকিব হোসেন|| ফেনীর পৌরসভার নবনির্বাচিত মেয়র হলেন নজরুল ইসলাম স্বপন মিয়াজী। আর জনগণের প্রথম আবদার ফেনী পৌরসভা সৌন্দর্য বৃদ্ধির।তাদের আবদার মিটাতে ইতিমধ্যে শহরের সৌন্দর্য বদ্ধনে অবৈধ ফুটফাট দখল এবং যানজট নিরশনে মাঠে নেমেছে নব নির্বাচিত মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী।

মেয়র বলেন, ফেনী হবে বাংলাদেশের দ্বিতীয় সিংগাপুর,এছাড়াও পৌরসভার মধ্যে চোখে পড়ার মত বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।

বেকার যুব সমাজের কর্মসংস্থানের অভাব রয়েছে। এক্ষেত্রে স্থানীয়ভাবে কিছু করার নেই, তবে পৌর মেয়র হিসেব ন্যাশনাল সার্ভিসসহ বেকারত্ব দূরীকরণে সরকারি বিভিন্ন প্রকল্পের বিষয়ে যুব সমাজের মধ্যে আগ্রহ সৃষ্টি করা যেতে পারে।

তবে জাতিকে যতো বেশি সু-শিক্ষায় শিক্ষিত করা সম্ভব ততো বেশি বেকারত্ব লাঘব হবে। এক্ষেত্রে শিক্ষার গুনগত মান উন্নয়নে সরকারের সব অগ্রণী পদক্ষেপ বাস্তবায়নে সহায়তা করবো। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অবকাঠামোগত ও দৃশ্যমান কাজগুলো করা প্রয়োজন সেগুলো করবো।

আগামীদিনের ভবিষ্যত যুব সমাজকে মাদকের কালো হাতের ছোবল গ্রাস করে নিচ্ছে। এলাকা ভিত্তিক মাদকের সোর্স শনাক্ত করা, জনগণকে সঙ্গে নিয়ে প্রশাসনকে এসব বিষয়ে সহায়তা করা, যার ফলে দোষীরা আইনের আওতায় আসতে পারে। তবে মাদকের ক্ষতিকর বিষয়গুলো স্থানীয়দের মধ্যে তুলে ধরে জনসচেতনা বাড়ানোর বিষয়ে উদ্যোগী হওয়াটা জরুরি।

তিনি আরো বলেন, এসব কিছু থেকে দূরে রাখতে মাঠ পর্যায়ে খেলাধুলা, শিক্ষা সফর, নিয়মিত সাংস্কৃতিক চর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এসব ক্ষেত্রে মেয়র হিসেবে সর্বোচ্চ সহযোগীতা করা হবে।

শিশুদের জন্য শিশুপার্ক নির্মাণ করা ও সাংস্কৃতিক অঙ্গনকে বিকশিত করার লক্ষ্যে পৃষ্ঠপোষকতা করতে হবে। আর পৌর এলাকার খেলার মাঠগুলো সংস্কার ও পুনরুদ্ধারের বিষয়টিতো থাকছেই।

দরিদ্র জনগোষ্ঠির জন্য পৌরসভার পৃথকভাবে তেমন কিছু করার থাকেনা, তবে রাষ্ট্রীয় যেসব উদ্যোগ রয়েছে তা যাতে সদভাবে ব্যবহার হয় সেটি নিশ্চিত করার লক্ষ্যে কাজ করবো।

দুর্নীতি একটি বড় ধরনের সমস্যা, তবে আমি আপ্রাণ চেষ্টা করবো অন্তত আমার আমলে পৌরসভায় যাতে কোনো দুর্নীতি না হয়। সব কর্মকাণ্ডে স্বচ্ছতা রাখা হবে।

আপনার মন্তব্য লিখুন