রাকিব হোসেন
ফেনী পৌরসভার প্যানেল মেয়র -(১) মাফিজ উল্লাহ কোম্পানি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
জানা যায়, গত কয়েকদিন অসুস্থবোধ হালকা জ্বর ও গলাব্যথার উপসর্গ দেখা দেয়ায় তার নমুনা নেয়া হয়। স্বাভাবিক শ্বাস প্রশ্বাসে সমস্যা হওয়ায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
করোনা পজিটিভের বিষয়টি নিশ্চিত হওয়ায়, প্যানেল মেয়র ও তার পরিবার সকলের কাছে দোয়া চেয়েছেন।
ফেনীতে কোভিট-১৯ থেকে শুরু করে, দ্বিতীয় ধাপে যখন সারাদেশ করোনায় হাজার হাজার মানুষকে আক্রমণ করে। পুরো দু বছর শত প্রতিকূলতার মধ্যে কোনো রকম বয়সের তোয়াক্কা না করে করোনায় ফেনী পৌরসভার (৮)নং ওয়ার্ডের মানুষের পাশে প্যানেল মেয়র মফিজ উল্লাহ কোম্পানি সব সময় কাজ করে গেছেন। করোনাকালীন সম্মুখ সারির যোদ্ধা তিনি।
ক্লান্তহীনভাবে মানুষকে সচেতন করা থেকে শুরু করে বাড়ি বাড়ি খোঁজ নিয়ে খাবার বিতরণ করেছেন।