প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২১, ২০২৪, ৯:১০ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৫, ২০২১, ১২:৫৯ পূর্বাহ্ণ
ফেনীর সোনাগাজীতে মনোনয়ন প্রত্যাহারে বাধ্য করায় ফেসবুক লাইভে এসে আ’লীগ নেতার আত্মহত্যার চেষ্টা
রাকিব হোসেন, ফেনী | সোনাগাজীতে ফেসবুকে লাইভে এসে প্রধানমন্ত্রীর কাছে বিচার চেয়ে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে মোহাম্মদ সাহ জাহান নামে এক আওয়ামীলীগ নেতা।বুধবার সন্ধ্যায় ফেসবুক লাইভ শেষে বিষক্রিয়ায় তিনি গুরতর অসুস্থ্য হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে চিকিৎসার জন্য দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার অভিযোগ স্বদলীয় কয়েকজন নেতা জোরপূর্বক কাউন্সিলর পদে মনোনয়ন ফরম প্রত্যাহার করতে বাধ্য করে। পৌরসভার ৫ নাম্বার ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শাহজাহান সোনাগাজী পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে প্রার্থী ছিলেন।
- লাইভে তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনি বলেছেন পৌরসভা নির্বাচনে তৃনমূলকে গুরত্ব দিতে। আপনার কথায় আশ্বস্থ হয়ে আমি সোনাগাজী পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে মনোনয়ন সংগ্রহ করি।বুধবার মনোনয়ন প্রত্যাহার করার শেষ দিনে আওয়ামীলীগ ও যুবলীগের কয়েক নেতা আমাকে সকাল থেকে মনোনয়ন প্রত্যাহার করতে চাপ দিতে থাকে। আমি তাদের চাপে পড়ে আত্মগোপন করি।বিকালের দিকে তারা বাড়ীতে গিয়ে আমার মাকে চাপ প্রয়োগ শুরু করে।খবর পেয়ে বাড়িতে গেলে তারা আমাকে জোরপূর্বক ধরে নির্বাচন কার্যালয়ে নিয়ে মনোনয়ন প্রত্যাহার করতে বাধ্য করে।আমি ৯১ সাল থেকে
- আওয়ামীলীগের রাজনীতি করছি,দলের জন্য বহু নির্যাতিত হয়েছি। গত ২০০১ সালে বিএনপি সরকার ক্ষমতায় এলে আমার পরিবারের উপর নির্যাতন করা হয়।দল ১২ বছর ক্ষমতায় থাকলে কেউ আমাদের মুল্যায়ন করেনি।সামান্য কাউন্সিলর পদে প্রতিদ্বন্ধিতা করতে চাইলে তারা আমাকে সে অধিকার থেকেও বঞ্চিত করে। যারা জোন করে আমাকে মনোনয়ন প্রত্যাহার করতে বাধ্য করে আমার মৃত্যুর জন্য তারা দায়ী থাকবে।
সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সাদেকুল করিম আরাফাত বলেন,রোগীকে হাসপাতালে নিয়ে আসলে আমরা দ্রুত তার পাকস্থলি পরিস্কার করি।বর্তমানে তিনি আশংকামুক্ত।শারীরিক অবস্থা বিবেচনা করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Copyright © 2024 প্রতিদিনের বাংলাদেশ. কম. All rights reserved.